Logo
Logo
×

আন্তর্জাতিক

টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন উপস্থাপিকা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:২৫ এএম

টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন উপস্থাপিকা

ছবি: এক্স থেকে নেওয়া

সিরিয়ায় রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় টিভি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।  এ সময় ক্যামেরার সামনে থেকে দৌড়ে পালিয়ে যান একজন টিভি উপস্থাপিকা।  ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করেছেন।

তিন দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী।  দক্ষিণ সিরিয়ার সুইদাতে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়ে এ হামলা চালাচ্ছে তারা। 

দশম শতাব্দীর শিয়া ইসলামের একটি শাখা হিসেবে দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের সূচনা হয়েছিল। বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ দ্রুজের অর্ধেকেরও বেশি সিরিয়ায় বাস করে। অন্যান্য দ্রুজদের বেশিরভাগই লেবানন এবং ইসরাইল বাস করে। ইসরাইল এই দ্রুজ সম্প্রদায়কে নিজেদের লোক বলে মনে করে।

ইসরাইলের দ্রুজ সম্প্রদায়কে সম্বোধন করে কাটজ জানিয়েছেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার সম্প্রদায়কে রক্ষা করবে।

তিনি জানান, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি - এবং আমরা তা বজায় রাখব। ’

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইল ‘সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে ইসরাইলের সীমান্তে একটি অসামরিকীকৃত এলাকা হিসেবে সংরক্ষণের প্রতিশ্রুতিবদ্ধ’ এবং ‘দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার দায়িত্ব’ তাদের রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম