নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করল ইসি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার জারিকৃত এই প্রজ্ঞাপনের মাধ্যমে সময়সূচি ঘোষণা করেছে ইসি।
এতে বলা হয়েছে, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিলের তারিখ ৫ থেকে ১১ জানুয়ারি।
আপিল নিষ্পত্তির তারিখ ১২ থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি।
ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি।
ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের লক্ষ্যে ভোটারদের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই সময়সূচি ঘোষণা করেছে।

