Logo
Logo
×

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ একটি শোকবার্তায় বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন।’

প্রয়াত প্রধানমন্ত্রীর আত্মার প্রশান্তি কামনা করে বিসিবি, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মহান ক্ষতির ফলে পুরো দেশের সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চিরশান্তির জন্য আমাদের প্রার্থনা রইল।’

দেশের ক্রিকেটে বিএনপির সাবেক চেয়ারপার্সনের অবদানও স্মরণ করেছে বিসিবি। লিখেছে, ‘বিসিবি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে, দেশের ক্রিকেটের উন্নতির জন্য তিনি যে অশেষ আশীর্বাদ ও শুভেচ্ছা জানাতেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সময়ে তিনি বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নে অসাধারণ সহায়তা প্রদান করেছিলেন। ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলার জাতীয় স্তরে প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার দূরদৃষ্টি এবং উৎসাহ আজকের ক্রিকেটের অনেক উন্নতির পথ প্রশস্ত করেছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। 


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম