Logo
Logo
×

জাতীয়

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক, সম্পাদক মাসুদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক, সম্পাদক মাসুদ

সভাপতি তারেক, সাধারণ সম্পাদক মাসুদ। ছবি: সংগৃহীত

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাসুদ আলম। 

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে ব্যাচের উপস্থিত সদস্যরা তাদের সভাপতি ও সম্পাদক পদে দুই বছরের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত এই দুই কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এসপি মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, এসপি মো. মোতাহার হোসেন এবং এসপি কামারুম মুনিরা।

অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি পরবরর্তী সময়ে ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম