Logo
Logo
×

লাইফ স্টাইল

ছবিতে দেখুন নখের নজরকাড়া ডিজাইন

Icon

রীনা তুলি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ১০:৩৩ এএম

ছবিতে দেখুন নখের নজরকাড়া ডিজাইন

নখে নেলপালিশের বাহারি ডিজাইন

বিশেষ করে নারীরা খুবই সৌন্দর্য সচেতন হয়। নারীদের সৌন্দর্যের একটি বড় বিষয় হচ্ছে হাতে ও পয়ের নখ। সুন্দর পোশাক পড়েছেন, সুন্দর করে চুল বেঁধেছেন, কিন্তু হাত-পায়ের নখের কোনো শ্রী নেই। সুন্দর নখ আপনার সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। আর  এই হাতের নখে যদি পোশাকের রঙের সাথে মানানসই করে বিভিন্ন ধরনের নেইল পালিশ দিয়ে ডিজাইন করা হয়, তবে তো কথাই নেই। আপনি হয়ে উঠবেন অন্যের কাছে আকর্ষণীয়। আর আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে দেবে কয়েকগুণ।

আসুন ছবিতে দেখে নেই নখের নজর কাড়া ডিজাইন।

 ওয়াইন অ্যান্ড গোল্ড (Wine and gold)

গর্জিয়াস রেড অ্যান্ড ব্লাক (Gorgeous red and black)

 এ হোয়াইট স্ট্রাইপ (A white stripe)

এ্যাড সাম সিলভার (Add some silver)

সাবটেল গোল্ড (Subtle gold)

 এ গ্লোসি অ্যান্ড ম্যাটি কমবিনেশন (A glossy and matte combination)

মিরর নেইল (Mirror nails)

ব্লাক ফ্রান্স টাইপস (Black French tips)

 জিয়োমেট্রিকস ফ্রেন্স ডিজাইন (Geometric French design)

গোলডেন গ্লিটার (Golden glitter)

নখ নেলপালিশ ডিজাইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম