বিচারহীনতার কারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়েছে: সাইফুল হক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
|
ফলো করুন |
|
|---|---|
রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে দুর্বৃত্ত-সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়েছে।
রোববার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, ময়মনসিংহে গার্মেন্টসকর্মী দীপু দাসের লাশ ঝুলিয়ে পোড়ানোর ঘটনা নজিরবিহীন বিভৎসতা। এ ঘটনায় দেশে গণআতঙ্ক তৈরি করেছে। লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন দেওয়া এবং আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নৃশংসতার আরেক উদাহরণ তৈরি করেছে। দুই পত্রিকা ভবনে হামলাকারীরা এখনো গ্রেফতার হয়নি, যা বিস্ময়কর। সরকারের প্রশাসনিক ছত্রছায়ায় থাকা নানা গোষ্ঠী একের পর এক নারকীয় ঘটনা সংঘটিত করছে। রাজনৈতিক দুর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসীরা সরকারকে জিম্মি করে ফেলেছে।
তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের সময়ও এরকম নৃশংসতার বিষয় জানা যায় না। এসব ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলেছে। দেশের মানুষকে মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। কয়েক মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার না হওয়াও খুনীরা উৎসাহিত হচ্ছে। এর ফলে একের পর এক মব সন্ত্রাস চলছে।
সাইফুল হক বলেন, ঘোষণা দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমান করে দেশে এখন মানুষের জান মাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।
তিনি রাজনৈতিক বা আদর্শিক কোনও সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

