Logo
Logo
×

রাজনীতি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে যা বললেন রাশেদ খান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে যা বললেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শুক্রুবার (১৭ অক্টোবর) এক স্ট্যাটাসে বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছে, জুলাই সনদের আইনগতভিত্তি দেওয়া হবে। এ বিষয়ে কোন দল আপত্তি করে নাই। এখন আইনগত ভিত্তি কিভাবে দিবে? জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য 'জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ' প্রজ্ঞাপন আকারে জারি করে গণভোটে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর প্রথম অধিবেশনে জুলাই জাতীয় সনদের বিষয়গুলো অনুমোদন পাবে। এর মাধ্যমে আগামী সংসদ একই সঙ্গে ২টা বা দ্বৈত দায়িত্ব পাবে। সংসদীয় ক্ষমতার পাশাপাশি গাঠনিক ক্ষমতা (Constituting Power)।  

রাশেদ আরও লেখেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ এবং পুরো জাতিকে সাক্ষ্য রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের পরামর্শে বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্য দিয়ে তারা পুরো জাতিকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের। এটা ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের সুদূরপ্রসারী সিদ্ধান্ত। কিন্তু সরকারের সঙ্গে এনসিপির একটা দূরত্ব তৈরি হওয়ায় তারা সরকারকে বিতর্কিত করতে চাচ্ছে। যেমনটা উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে বক্তব্য প্রদানের মাধ্যমে করেছে। যে উপদেষ্টাদের নিয়োগ দিয়েছে তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তথা বর্তমান এনসিপির নেতৃবৃন্দ।    

গণঅধিকারের এই নেতা বলেন, নাহিদ ইসলাম নিজেই প্রেস কনফারেন্স করে বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সদস্যের লিয়াজোঁ কমিটির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সেই তাদের সাথে সরকারের মতবিরোধ তৈরি হয়েছে। এর দায় কি অন্যরা নিতে পারে? আমি এনসিপির নেতৃবৃন্দকে পরামর্শ দিবো, আপনাদের দ্বারা গঠিত সরকার ও নিয়োগকৃত উপদেষ্টাদের সাথে আপনাদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে নেন। মানুষকে বিভ্রান্ত করতে আইনগত ভিত্তির ফাঁকা অযুহাত সামনে আনিয়েন না। আইনগত ভিত্তি দেওয়ার জন্য এবং এই প্রক্রিয়ায় পুরো জাতিকে অন্তর্ভুক্ত করার জন্যই আজকের এই আয়োজন। এতে আপনাদের সহযোগিতা থাকলে আপনারা একটি গণতান্ত্রিক দল হিসেবে সবার বাহবা পেতেন। কিন্তু আপনারা নিজেদের হাতে কিছু রাজনীতি রাখার জন্য হঠকারিতা শুরু করেছেন। আজকে অনেকে বিভ্রান্ত হলেও, ঠিক কিছুদিন পরে যখন সত্যিই ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার প্রমাণ করবেন, তিনিই ঠিক ছিলেন, তখন কিন্তু সত্যিই এই ছেলেমানুষীর জন্য লজ্জা পাবেন ও আফসোস করবেন।     

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম