প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই: সারজিস
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’।
মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা লেখেন।
সারজিস লিখেছেন, ‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।’ পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, ‘মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মতো মিলিয়ে নিয়েন।’
এর আগে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করে, যাতে নিবন্ধিত দল জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার সংশোধন বহাল রাখার দাবি জানিয়েছে।

