Logo
Logo
×

রাজনীতি

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ফাইল ছবি। যুগান্তর গ্রাফিক্স

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

সোমবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দেশে বিরাজমান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে স্থায়ী কমিটির সভা শুরু হয়। রাত সোয়া ১১টায় শেষ হয় এ সভা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম