তারেক রহমানের দেশে আসা ও ডা. জোবাইদার রাজনীতি নিয়ে যা বললেন মীর হেলাল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
তারেক রহমান ও ডা. জোবাইদা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এমতাবস্থায় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন তারেক রহমান শিগগিরই ফিরছেন। এদিকে শ্বাশুড়িকে দেখতে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তার রাজনীতিতে আসা নিয়ে কৌতুহল দলীয় নেতাকর্মীদের।
এ বিষয়ে সম্প্রতি তারেক রহমানের ঘনিষ্ট হিসেবে পরিচিত বিএনপির তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলালকে একটি টেলিভিশন টকশোতে প্রশ্ন করা হয়।
তিনি বলেছেন, ডা. জোবাইদা রহমান রাজনীতিতে অংশগ্রহণ করবেন কি করবেন না, এটি উনার একান্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়।
মীর মোহাম্মদ হেলাল আরও বলেন, ডা জোবাইদা রহমান একজন কার্ডিওলজিস্ট, উনি লন্ডন থেকে চিকিৎসা টিম অ্যারেঞ্জ করে তারপর বাংলাদেশে এসেছেন। উনি অনাড়ম্বরভাবে দেশে এসেছেন, সবাইকে মানা করা হয়েছে কেউ যেন তাকে কেন্দ্র করে কোনো ভোগান্তি সৃষ্টি না করে। যাতে জনদুর্ভোগ না হয়। এমন কি তারেক রহমানও দেশে আসলে একই অবস্থা সৃষ্টি হবে। লৌকিকতা তারেক রহমান ও তার পরিবার কখন বিশ্বাস করে না।
তিনি বলেন, উনি মূলত তার শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসা, বিশেষ করে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দেশে এসেছেন, সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলের বউ উনার সঙ্গে আছেন। উনারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে বেগম জিয়াকে সুস্থ করা যায়।
তিনি আরও বলেন, জোবাইদা এসেছেন শুধুমাত্র খালেদা জিয়াকে কিভাবে সুস্থ করা যায় তার জন্য এবং বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকদের সমন্বয় করার জন্য। এই সমন্বয় করা আমাদের পক্ষে বা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে করা সম্ভব না। এজন্য ডা. জোবাইদা রাহমান আসছেন বলে আমি মনে করি।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির এই সহ সাংগঠনিক সম্পাদক বলেন, ধরেন উনার মা অসুস্থ তিনি দেশে আসলেন। এখানে একটি ইমোশান কাজ করে। সাত আট দিন ধরে ঢাকা বন্ধ হয়ে যাবে। ম্যাডামের চিকিৎসা তো দূরের কথা অন্যান্য সকল চিকিৎসা সেবা তো বন্ধ হয়ে যাবে। কারণ মানুষকে তো থামাতে পারবেন না। কারণ এতো দিন পর তাদের নেতা আসবে তারা এক নজর দেখতে যাবে এটা তো স্বাভাবিক।

