মাকে দেখতে যাবেন তারেক রহমান, এভারকেয়ারের নিরাপত্তায় বিজিবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
এভারকেয়ার হাসপাতাল এলাকায় আশপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সে জন্য এভারকেয়ার হাসপাতাল এলাকায় আশপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এভারকেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা খালেদা জিয়াকে দেখতে যাবেন। এ জন্য নিরাপত্তার স্বার্থে বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্য আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি ৩০০ ফিটে সমাবেশস্থলে যাচ্ছেন। সমাবেশ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন।

-694ce9482514c.jpg)