Logo
Logo
×

রাজনীতি

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান

তারেক রহমান

নেতাকর্মীদের ভালোবাসায় ভিড় ঠেলে লাল সবুজ গাড়িতে করে বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে তার গাড়িবহর প্রবেশ করে। যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ধীরে ধীরে এগোচ্ছে তার গাড়িবহর।

দুপাশে নেতাকর্মীরা বেস্টনী হয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাচ্ছেন। তারেক রহমান হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দিচ্ছেন। 

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান।

বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক এ মিলনের পর বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান।এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


এরপরই পরিবারকে বিদায় দিয়ে লাল-সবুজ বাসে ওঠেন তারেক রহমান। তার গাড়িবহর যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ৩০০ ফিটের দিকে এগোচ্ছে। বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান।

এদিন সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে তিনি ঢাকায় পা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম