সালাহউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য: ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা সালাহউদ্দিন আহমেদকে লক্ষ্য করে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর ‘ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যে’র তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, নবাগত কিছু রাজনৈতিক মুখ দেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে যে অশালীন, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং লাগামহীন মন্তব্য করছে, তা আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য চরম উদ্বেগজনক।
তারা বলেন, নাসিরুদ্দীন পাটওয়ারীর মতো হঠাৎ আবির্ভূত ‘হাইব্রীড’ নেতারা রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিষোদগার করা হচ্ছে, তা প্রমাণ করে—এদের রাজনৈতিক দেউলিয়াত্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
ছাত্রদল নেতারা আরও বলেন, অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে জনগণ একটি পরিপক্ব, গণতান্ত্রিক ও শ্রদ্ধাশীল রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা করে। কিন্তু এসব বিষোদগার ও উগ্র বক্তব্য সেই প্রত্যাশাকে ধ্বংস করছে। জাতীয় নেতাদের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে এরা জনগণের ম্যান্ডেটের প্রতি অবজ্ঞা করছে।
বিবৃতিতে তারা হুঁশিয়ার করে বলেন, জাতীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের লাগামহীন বক্তব্য যদি অব্যাহত থাকে এবং ছাত্র-জনতা কোনো প্রতিক্রিয়া জানায়, তাহলে তার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এনসিপি নেতাকেই বহন করতে হবে।
ছাত্রদল নেতারা অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান।

