Logo
Logo
×

রাজনীতি

জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান

তারেক রহমান ও মির্জা ফখরুলকে সম্মাননা দেবে যুবদল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৩ পিএম

তারেক রহমান ও মির্জা ফখরুলকে সম্মাননা দেবে যুবদল

সোমবার ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হবে। সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অবদান রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেবে জাতীয়তাবাদী যুবদল।

রাজধানীতে সোমবার (৪ আগস্ট) ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আপসহীন নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মাননা স্মারক দেওয়া হবে।

রোববার বিষয়টি লিখিত বক্তব্যে জানিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বক্তব্যে মুন্না বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশের স্বৈরশাসনের বিরুদ্ধে একটি প্রত্যয় গড়ে উঠেছে। এই সময় যুবদলের ৭৮ জন নেতা-কর্মী শহীদ হন এবং অনেকেই আহত বা পঙ্গুত্ব বরণ করেন। শহীদ পরিবারগুলোর হাতে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী এবং আর্থিক অনুদান তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম