Logo
Logo
×

বিএনপি

জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, যেসব তথ্য দিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০৩:৫৯ পিএম

জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, যেসব তথ্য দিল

মানবাধিকার লঙ্ঘনসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি দলকে অবগত করেছে বিএনপি। বৈঠকে বিএনপি দেশে ‘গুম-খুন-নির্যাতনের’ তথ্যসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে। 

বুধবার দুপুর ২টায় রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক হয়।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফির শাখার প্রধান ররি মুনগোবেন উপস্থিত ছিলেন। 

বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ, তাবিথ আউয়াল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর ছেলে ও বিএনপির মানবাধিকারবিষয়ক উপকমিটির সদস্য আবরার ইলিয়াস। 

বৈঠকে আবরার ইলিয়াস নিজের বাবার ‘গুমের’ বিষয়টি তুলে ধরেন। 

প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আমরা ব্যাখ্যা করেছি, যেটা পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে এসেছে। বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতনসহ সার্বিক বিষয় তুলে ধরেছি। বাংলাদেশে যে মানবাধিকার লুণ্ঠিত তা দেশে ও আন্তর্জাতিকভাবে আজ প্রতিষ্ঠিত। 

জাতিসংঘ প্রতিনিধি দল কী বলেছে- জানতে চাইলে তিনি বলেন, আমাদের বক্তব্য শুনেছেন।তারা তো ফিডব্যাক দেবেন না আমাদের। 

শামা ওবায়েদ জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি দল চার দিন ধরে ঢাকা সফর করছে। তারা অনেকের সঙ্গে কথা বলছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের আগ্রহ আছে বলেই বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে।

জাতিসংঘ প্রতিনিধি দল বিএনপি বৈঠক তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম