|
ফলো করুন |
|
|---|---|
সরকার জেনে গেছে তাদের বিদায় ঘণ্টা বেজেছে- এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘মেট্রোরেলের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই মাঝপথে তাড়াহুড়ো করে উদ্বোধন নিয়ে জনগণের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে। বন্দুকের মুখে জিম্মি করে ১৪ বছর ধরে জোর করে ক্ষমতায় থাকা বিনা ভোটের সরকার বুঝতে পেরেছে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। মামলা, হামলা, গ্রেফতার করে কণ্ঠরোধের মাধ্যমে ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে।’
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, ‘মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ আগামী বছর শেষ হওয়ার কথা থাকলেও শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) সেই পর্যন্ত ক্ষমতায় থাকার ভরসা পাচ্ছেন না। এ কারণে উন্নয়ন দেখাতে কাজ অসমাপ্ত রেখেই ঢাকঢোল পিটিয়ে জনগণের কোটি কোটি টাকা অপচয় করে তাড়াহুড়ো করে মেট্রোরেলের একাংশের উদ্বোধন করা হয়েছে।’
তিনি বলেন, ‘স্বৈরাচারের অবসান ঘটিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপর সংসদীয় পতাকা উড়িয়েছিলেন। দেশকে ইমার্জিং টাইগারে রূপান্তর করেছিলেন। আর দেশকে ১৪ বছরে লুটপাট করে দুর্ভিক্ষের রাজ্যে পরিণত করেছে লুটেরা সরকার। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মানে দুর্নীতির মহোৎসব।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মানে অর্থনীতিকে পথে বসিয়ে দেওয়া। সরকার জনগণের জন্য উন্নয়ন করছে না, তথাকথিত উন্নয়নের নামে নিজেদের পকেট ভরছে এবং হাজার হাজার কোটি টাকা পাচার করছে। সেখানে সাধারণ জনগণের জন্য কোনো উন্নয়ন নেই।’
প্রিন্স বলেন, ‘শুক্রবার নয়াপল্টনের গণমিছিলে আসার পথে এবং মিছিল থেকে ফেরার পথে ঢাকা মহানগর উত্তর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গণমিছিলকে কেন্দ্র করে গত এক সপ্তাহে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এমনকি চকবাজার থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মেজবাহ উদ্দিন হীরাকে না পেয়ে তার ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিফাতকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।'
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।
