|
ফলো করুন |
|
|---|---|
সৈয়দ বদরুদ্দোজা ছিলেন একজন ভারতীয়-বাঙালি রাজনীতিবিদ, সংসদ সদস্য। তিনি ১৯০০ সালের ৪ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আবদুল গফুর। সৈয়দ বদরুদ্দোজা কলকাতা মাদ্রাসা, প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। তিনি পশ্চিমবঙ্গ আইনসভার সদস্য, লোকসভার সদস্য এবং কলকাতার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি খিলাফত আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের মতো উপনিবেশবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যুক্তবঙ্গ প্রস্তাবের একজন সমর্থক ছিলেন।
তিনি প্রগতিশীল মুসলিম লীগের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি চিত্তরঞ্জন দাস, সুভাষ চন্দ্র বসু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো বাঙালি নেতাদের সঙ্গে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি কৃষক প্রজা পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন। পরে তিনি ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক পার্টির সভাপতি হন। তিনি প্রগতিশীল পরিষদীয় পার্টি, বাংলার সম্পাদক এবং প্রগতিশীল জোট পার্টি, বাংলার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৪৩ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত কলকাতার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। কলকাতা করপোরেশনের মেয়র হিসাবে দুর্ভিক্ষ প্রতিরোধ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দুর্ভিক্ষের সময় নগরীর দুর্ভিক্ষপীড়িতদের জন্য তিনি একটি ত্রাণ তহবিল গঠন করেছিলেন। দেশভাগের পর তিনি ভারতে থাকার সিদ্ধান্ত নেন। তিনি ১৯৪০-৪৬ সালে, ১৯৪৬-৪৭ সালে, ১৯৪৮-৫২ সালে এবং ১৯৫৭-৬২ সালে বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক মতবাদের জন্য তাকে কয়েকবার কারারুদ্ধ করা হয়েছিল। সৈয়দ বদরুদ্দোজা ১৯৭৪ সালের ১৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।
