Logo
Logo
×

স্মরণীয়-বরণীয়

কাজী নূরুজ্জামান

Icon

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ কাজী নূরুজ্জামানকে বীর-উত্তম খেতাব প্রদান করা হয়। তিনি মনে করতেন মুক্তিযুদ্ধের প্রধান কৃতিত্ব গণমানুষের; এ যুক্তিতে আজীবন অটল থেকে কাজী নূরুজ্জামান বীর-উত্তম উপাধি গ্রহণ করেননি, কোথাও এ উপাধি তিনি ব্যবহারও করেননি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ধানমন্ডির বাসায় ছিলেন তিনি। সেই রাতে পিলখানায় চালানো পাকিস্তানি বাহিনীর তাণ্ডবলীলা এবং পরদিন ঢাকাজুড়ে নিজ চোখে দেখা দৃশ্যের পর সপরিবারে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন কাজী নূরুজ্জামান।

তার জন্ম ১৯২৫ সালে যশোরে। তিনি ১৯৩৯ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪১ সালে আইএসসি পাশ করেন। ১৯৪৩ সালে কেমিস্ট্রিতে অনার্স ক্লাসে অধ্যয়নকালে তিনি রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যোগ দেন। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৪৯ সালে তিনি ইংল্যান্ডের রয়্যাল আর্টিলারি স্কুল থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে কাশ্মীর যুদ্ধে ঝিলাম সেক্টরে যোগদান করেন। তিনি ১৯৫৬ সালে মেজর পদে পদোন্নতি লাভ করেন। ১৯৬২ সালে তিনি প্রেষণে ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনে (ইপিআইডিসি) যোগ দেন। সেখানে পশ্চিম পাকিস্তানি আমলাদের সঙ্গে মতবিরোধ দেখা দিলে ১৯৬৯ সালে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে কাজী নূরুজ্জামান ২৮ মার্চ দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক কাজী সফিউল্লাহর ব্যাটালিয়নে (ময়মনসিংহ) যোগ দেন। ৪ এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ও তদূর্ধ্ব পদবির কর্মকর্তাদের প্রথম সভায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মে মাসে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচ ক্যাডেট নির্বাচনের জন্য গঠিত পর্ষদের সভাপতি নির্বাচিত হন। এ সময়ে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর সরাসরি নির্দেশে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ২৬ সেপ্টেম্বর ৭নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত হলে কাজী নূরুজ্জামান ৭নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব লাভ করেন। ১৯৭১ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি বেশকটি গ্রন্থ রচনা করেছেন। ২০১১ সালের ৬ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম