Logo
Logo
×

স্মরণীয়-বরণীয়

প্রমীলা নজরুল

Icon

প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা নজরুল ১৯০৮ সালের ১০ মে মানিকগঞ্জের শিবালয়ের তেওতা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পরিবার প্রদত্ত নাম আশালতা সেনগুপ্তা ওরফে দোলোনা। ‘প্রমীলা’ নামটি নজরুলের দেওয়া। প্রমীলার পিতার নাম বসন্ত কুমার সেনগুপ্ত। মায়ের নাম গিরিবালা সেনগুপ্তা ওরফে গিরিবালা দেবী।

১৯২০-২১ সালে মায়ের সঙ্গে কুমিল্লায় চাচার বাসায় আসেন প্রমীলা। তিনি তখন ১২/১৩ বছরের কিশোরী। পুস্তক ব্যবসায়ী আলী আকবর খানের অনুরোধে নজরুল ১৯২১ সালে প্রথম কুমিল্লার দৌলতপুরে বেড়াতে আসেন। রাত হয়ে যাওয়ায় তারাকান্দির পাড়ে অবস্থিত প্রমীলার চাচা ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসায় ওঠেন তারা। ইন্দ্রবাবুর জ্যেষ্ঠ পুত্র বীরেন্দ্র কুমার সেনগুপ্ত ছিলেন আলী আকবর খানের বন্ধু। তিনি কলকাতায় থাকতেন এবং হাইস্কুলে শিক্ষকতা করতেন। আলী আকবর খান ইন্দ্রবাবুর স্ত্রী বিরজা সুন্দরী দেবীকে মা বলে ডাকতেন। সেই সুবাদে নজরুলও তাকে মা বলে ডাকা শুরু করেন। এ বাসাতেই নজরুল প্রথম কিশোরী প্রমীলাকে দেখেন। এরপর নজরুল আরও কয়েকবার কুমিল্লায় আসেন।

বাংলা ১৩৩১ সনের ২২ বৈশাখ, ১৯২৪ খ্রিষ্টাব্দের ২৫ এপ্রিল নজরুল প্রমীলা সেনগুপ্তের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। মুসলিম রীতি অনুসারে নজরুলের সঙ্গে প্রমীলার বিয়ে পড়ানো হয়। ‘মা ও মেয়ে’ উপন্যাসের লেখিকা মিসেস এম রহমানের উদ্যোগে কলকাতার ৬নং হাজী লেনে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর আশালতা সেনগুপ্তার নতুন নাম হয় প্রমীলা নজরুল ইসলাম। অতঃপর নবদম্পতিকে মিসেস এম রহমান হুগলিতে নিয়ে যান। সেখানে শ্রীভূপতি মজুমদারের সহায়তায় হামিদুন নবী মোখতার সাহেবের একটি বাড়ি ভাড়া করে তাদের থাকার ব্যবস্থা করা হয়। এ বাড়িতেই ১৯২৫ সালে নজরুল-প্রমীলা দম্পতির প্রথম পুত্র আজাদ কামালের জন্ম হয় এবং নবজাতকের আকিকা উৎসব সাড়ম্বরে সম্পন্ন হয়। সেই উৎসবে ডা. মোহাম্মদ লুৎফর রহমান, মঈনুদ্দীন হোসায়েন, মোহাম্মদ ওয়াজেদ আলী, পবিত্র গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, দীনেশ রঞ্জন দাশসহ বহু খ্যাতনামা কবি-সাহিত্যিক যোগ দিয়েছিলেন। ১৯২৬ সালের ৯ সেপ্টেম্বর নজরুল ও প্রমীলার দ্বিতীয় পুত্র বুলবুলের জন্ম হয়। ১৯২৯ সালে জন্ম হয় তাদের তৃতীয় পুত্র সানির (কাজী সব্যসাচী)।

প্রমীলা নজরুল ১৯৩৮ সালে ৩০ বছর বয়সে পক্ষাঘাত রোগে আক্রান্ত হন। তার নিম্নাঙ্গ অবশ হয়ে যায়। রোগ সারানোর জন্য নজরুল কোনো চিকিৎসাই বাদ রাখেননি। দীর্ঘদিন রোগে ভুগে ১৯৬২ সালের ৩০ জুন প্রমীলা মারা যান। তাকে সমাধিস্থ করা হয় চুরুলিয়ায় নজরুলের পৈতৃক বাড়িতে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম