ছবি: বাফুফে
|
ফলো করুন |
|
|---|---|
গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান এবার অনেকটাই শক্তি হারিয়েছে। মৌসুমের প্রথম ম্যাচেই প্রতিভাত হয়েছে যে, এবার যথেষ্ট সংগ্রাম করতে হবে সাদা-কালোদের। কুমিল্লায় শুক্রবার এক ম্যাচের চ্যালেঞ্জ কাপে অপ্রস্তুত মোহামেডানকে ৪-১ গোলে হারিয়েছে ১০ জনের কিংস।
স্কোরলাইন-ই বলে দিচ্ছে, ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। গত বছর এই চ্যালেঞ্জ কাপ ফাইনালে প্রথমে লিড নিয়েও এই দলের কাছেই ৩-১ গোলে হেরেছিল মোহামেডান। এবার সেই একই প্রতিপক্ষ একজন কম নিয়ে খেলেও একটি গোল বেশি দিয়েছে।
এদিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১১ মিনিট দেরিতে খেলা শুরু হয় মাঠ প্রস্তুত না থাকায়। ম্যাচের প্রথম ১৩ মিনিট পর্যন্ত সমতা থাকে ১-১ গোলে। দুটি গোলই হয় পেনাল্টিতে। সাত মিনিটে কিংসের দরিয়েলতন গোমেজ এবং ছয় মিনিট পর মোহামেডানের মোজাফফরভ গোল করেন। ৬৩ মিনিটে সোহেল রানা সিনিয়র দ্বিতীয় হলুদ কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় কিংস।
৬৬ মিনিটে দরিয়েলতনের হেড গোলকিপার সুজন হোসেন রুখে দিলেও ফিরতি আক্রমণে ব্যবধান বাড়ান কিংসের আরেক ব্রাজিলিয়ান রাফায়েল। ৭৪ মিনিটে আবারও কিংসের গোল। দরিয়েলতনের বাড়ানো বলে গোল করেন গত মৌসুমে মোহামেডানের জার্সিতে দুর্দান্ত খেলা এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে দরিয়েলতন নিজে দ্বিতীয় গোল করলে কিংস এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।
৮০ মিনিটে মোহামেডান সমর্থকরা মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করলে কিছু সময় খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত মোহামেডানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে তোলে কিংস।

