Logo
Logo
×

খেলা

২৪ মিনিটে শেষ হামজাদের হংকং মহারণের টিকিট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

২৪ মিনিটে শেষ হামজাদের হংকং মহারণের টিকিট

ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৯ অক্টোবর হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচকে সামনে রেখে রোববার অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

ম্যাচে সাধারণ গ্যালারির ১৯ হাজার টিকিট মাত্র ২৪ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফে কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। 

তিনি বলেন, ‘সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজের পুরো টিকিট বিক্রি হতে সময় লেগেছে ২৪ মিনিট বা প্রায় আধা ঘণ্টা। দুই জায়গা মিলে ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।’

এর আগে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি নিয়ে জটিলতা দেখা দিয়েছিল তবে এবার সুন্দরভাবে কাজটি সম্পন্ন হওয়ায় খুশি এই বাফুফে কর্তা, ‘এটা শতভাগ খুশির খবর। টিকিট খুব স্মুথলি সেল হয়েছে।' সমর্থকেরা অনেকেই টিকিট পাওয়ার কথা জানিয়েছেন, সিঙ্গাপুর ম্যাচের আগে টিকিট নিয়ে তাদের মধ্যে যে হতাশা ছিল সেটা এবার নেই বলেই জানা গেছে।’

আগামী ৯ অক্টোবর হোম ম্যাচ খেলার পর ১৪ তারিখ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা।

এই দুই ম্যাচকে সামনে রেখে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও হংকংয়ের বিপক্ষে ম্যাচ দুটির জন্য কোচ হাভিয়ের কাবরেরা ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম