Logo
Logo
×

খেলা

সাকিবের রেকর্ড কেড়ে নিলেন তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

সাকিবের রেকর্ড কেড়ে নিলেন তাইজুল

তাইজুল ইসলাম।ছবি: ক্রিকইনফো

মিরপুরে আরও একবার জাদু দেখালেন তাইজুল ইসলাম। ৪ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিলেন আয়ারল্যান্ডকে। তবে এই বোলিং তাকে এনে দিয়েছে এক রেকর্ড, সাকিবের রেকর্ড কেড়ে নিয়েছেন তিনি। 

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে একটি উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল। আজ মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ২ উইকেট তুলে নেন। বিরতি শেষে আরও একটি উইকেট শিকার করেন। আর তাতেই রেকর্ডটা গড়া হয়ে যায় তার। 

বাংলাদেশের হয়ে এখন ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল ইসলাম। তার সঙ্গী হিসেবে আছেন সাকিব আল হাসান। দুজনেরই উইকেট সংখ্যা এখন ২৪৬।

তবে তাইজুল একটা জায়গায় সাকিবকে ছাড়িয়ে গেছেন। সেটা হচ্ছে ম্যাচ সংখ্যায়। সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ ম্যাচ খেলে। আর তাইজুল মাত্র ৫৭ টেস্টেই ভাগ বসিয়েছেন তার রেকর্ডে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৬-এ। আর এতেই সাকিবকে ছুঁয়ে ফেলেন বাঁহাতি এ স্পিনার।

৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম