Logo
Logo
×

ক্রিকেট

ভারত সাগরে হাবুডুবু খাচ্ছে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

ভারত সাগরে হাবুডুবু খাচ্ছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর হলো ভারত মহাসাগর। প্রাচীন ভারতীয়রা একে ‘সিন্ধু মহাসাগর’ বা ‘সিন্ধুর বিশাল সমুদ্র’ বলে ডাকত। ১৫১৫ সাল থেকে ভারত মহাসাগর নামে পরিচিতি পায়। পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ এই মহাসাগরে রয়েছে। আর এই সাগরেই বর্তমানে হাবুডুবু খাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

ক্রিকেট বিশ্বে ভারত সেরাদের মধ্যেও অন্যতম। বিশ্ব ক্রিকেটের হর্তাকর্তা বলতে গেলে ভারতই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান সভাপতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ। বিশ্ব ক্রিকেটে আয়ের সিংহভাগ ভারত নিয়ে নেয়।

বিশ্ব ক্রিকেটে নিজেদের সেরা দল হিসেবে জাহির করা এই দলটিকে তাদের বাড়ির পাশের ভারত মহাসাগরে নাকানি চুবানি খাওয়াচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সফরকারী দক্ষিণ আফ্রিকার জন্যে ইডেন টেস্টে স্পিন ফাঁদ তৈরি করে সেই ফাঁদে নিজেরাই পড়েছিল ভারত। দুই ইনিংসে ১৮৯ ও ৯৩ রানের অলআউট হয়ে ১২৫ রানের মামুলি স্কোর তাড়ায় হেরে যায় ভারত।

সিরিজ বাঁচাতে হলে গুয়াহাটিতে চলমান টেস্টে ঘুরে দাঁড়াতে হবে ঋভষ পন্থের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। কিন্তু প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত ২০১ রানে অলআউট হয়। ভারতকে ফলোঅনের লজ্জায় না ফেলে দ্বিতীয় ইনিংসে বাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান। রানের এই পাহাড় ডিঙ্গাতে চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। স্কোর বোর্ডে মাত্র ২১ রান জমা করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।

চতুর্থ দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭ রান। জয় তো দূরে থাক, ড্র করতে হলেও আগামীকাল বুধবার পুরো দিন ব্যাট হাতে টিকে থাকতে হবে ভারতকে। এর ব্যতিক্রম হলে ২০০০ সালের পর ঘরের মাঠে এই প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস- ৪৮৯ (১৫১.১ ওভার); মুথুসামি ১০৯, ইয়ানসেন ৯৩; কুলদীপ ৪-১১৫, বুমরাহ ২-৭৫

ভারত ১ম ইনিংস- ২০১ (৮৩.৫ ওভার); জয়সওয়াল ৫৮, সুন্দর ৪৮; ইয়ানসেন ৬-৪৮, সায়মন ৩-৬৪

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস- ২৬০/৫ ডি (৭৮.৩ ওভার); স্টাবস ৯৪, জর্জি ৪৯; জাদেজা ৪-৬২, সুন্দর ১-৬৭

ভারত ২য় ইনিংস- ২৭/২ (১৫.৫ ওভার); জয়সওয়াল ১৩, রাহুল ৬; সায়মন ১-১, ইয়ানসের ১-১৪

জয়ের জন্য শেষ দিনে ভারতের প্রয়োজন ৫২২ রান, হাতে উইকেট বাকি ৮টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম