Logo
Logo
×

খেলা

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় জয়ের স্বাদ পেল ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় জয়ের স্বাদ পেল ইংল্যান্ড

২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারছিল না ইংল্যান্ড। ১৮ ম্যাচ জয়ের পরও ইংলিশরা তিক্ত অভিজ্ঞতার মধ্যে ছিল। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষা শেষ হয়েছে। মেলবোর্নে চলমান অ্যাশেজের চতুর্থ টেস্টে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল জয় তুলে নিয়েছে। অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ৪ উইকেটে ম্যাচ জিতেছে, যদিও পুরো দুই দিনও খেলা হয়নি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চার ইনিংসে দুই দল মিলিয়ে মাত্র ৮৫২ বল খেলা হয়েছে। এর আগে পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টও দুই দিনেই শেষ হয়েছিল, যেখানে ৮৪৭ বল খেলা হয়েছিল, যা চতুর্থ টেস্টের তুলনায় মাত্র ৫ বল কম।  

এই জয়ের সঙ্গে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে টানা হারের ধারা ভেঙেছে এবং দীর্ঘ সময় পর হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়েছে। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ৫-০, ২০১৭-১৮ সালে ৪-০ এবং ২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম