পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার স্বাস্থ্য সংক্রান্ত গুজবকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে শোয়েব আখতার বলেন, তার শারীরিক অবস্থা নিয়ে যে খবর ও আলোচনা ছড়ানো হচ্ছে, সেগুলো সত্য নয়। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমানে তার স্বাস্থ্যের অবস্থা ভালো।
এ সময় তিনি আরও স্পষ্ট করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে, সেটি সাম্প্রতিক নয়। ভিডিওটি প্রায় তিন বছর আগের, যখন তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন।
ভক্তদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে শোয়েব আখতার বলেন, গুজবে কান না দিয়ে যাচাই করা তথ্যের ওপর ভরসা করা উচিত।

