Logo
Logo
×

খেলা

শেন ওয়ার্নকে হারিয়ে আজও শোকাহত এলিজাবেথ হার্লি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

শেন ওয়ার্নকে হারিয়ে আজও শোকাহত এলিজাবেথ হার্লি

ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এলিজাবেথ হার্লি অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুর পর মানসিক ক্ষতির কথা প্রকাশ করেছেন। ‘কিং অব স্পিন’ খ্যাত ওয়ার্ন ২০২২ সালে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মারা যান।

৬০ বছর বয়সী হার্লি ২০১০ সালে ওয়ার্নের সঙ্গে সম্পর্কে জড়ান। তখন তিনি ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ারের সঙ্গে বিবাহিত ছিলেন। এক বছর পর হার্লি ও ওয়ার্নের বাগদান হয়। যদিও তাদের সম্পর্ক ২০১৩ সালে শেষ হয়, তবে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা অটুট থাকেছিল।

মৃত্যুর চার বছর আগে এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছেন, হার্লির সঙ্গে কাটানো সময় তার জীবনের সবচেয়ে সুখের অধ্যায়। তিনি বলেন, আমরা একে অপরকে কতটা ভালোবাসতাম, তা আমি নিজেই বুঝতে পারিনি। এলিজাবেথের সঙ্গে কাটানো বছরগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের সময়।

ওয়ার্নের মৃত্যুর পর হার্লি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তিনি ছিলেন তার ‘প্রিয় সিংহহৃদয়’ এবং ‘আমার পরিচিত সেরা মানুষদের একজন’। হার্লির পরিচালক-পুত্র ড্যামিয়ান হার্লিও জানিয়েছেন, ওয়ার্ন ছিলেন তার কাছে বাবার মতো একজন মানুষ।   

হার্লি বলেন, আমরা বড় ক্ষতির মধ্য দিয়ে গেছি। শেনকে হারানো ছিল ভয়াবহ- এমন এক দুঃখ, যা দীর্ঘদিন সঙ্গে থাকে। গত বছরের নভেম্বরে হার্লি অস্ট্রেলিয়ায় গিয়ে ওয়ার্নের পরিবারের সঙ্গে আবেগঘন পুনর্মিলনে অংশ নেন। ট্রাভেল সিক্রেট পডকাস্টে তিনি জানান, মৃত্যুর পর প্রথমবার মেলবোর্নে ফিরে যাওয়া তার জন্য অত্যন্ত কষ্টকর ছিল।

হার্লি যোগ করেন, ওয়ার্নের রাজ্যীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ২০২২ সালে আমি যেতে পারিনি। তাই এই সফরে তার মা-বাবা, ভাই ও তিন সন্তান—ব্রুক, জ্যাকসন ও সামারের সঙ্গে সময় কাটাতে পেরেছি। ফিরে যাওয়া ছিল তিক্ত-মধুর; অনেক কেঁদেছি, তবে শান্তিও পেয়েছি। পরেরবার অস্ট্রেলিয়ায় গেলে আমি ঠিক থাকব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম