সাকিব আল হাসান
|
ফলো করুন |
|
|---|---|
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে সেটি সম্ভব না হলে কানপুর টেস্টই হয়ে থাকবে বাংলাদেশের হয়ে সাকিবের শেষ ম্যাচ। তবে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চললেও সাদা পোশাকে অনন্য হয়ে থাকবেন সাকিব। এই ফরম্যাটে সাকিবের রেকর্ড ও কীর্তি অন্তত সে কথায় বলে।
২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা সাকিব বর্তমানে অবস্থান করছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার চেন্নাই টেস্টে গড়েছেন দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড। শুধু কি তাই এই ফরম্যাটে সাকিবের আছে বহু কীর্তি।
টি-টোয়েন্টিতে সাকিবের যত কীর্তি
বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিমের ৯১ টেস্টের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭০টি টেস্ট খেলেছেন সাকিব। এই ফরম্যাটে তার রান ৪৬০০। যেখানে ৫টি সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ইনিংস ২১৭ রানের। এর বাইরে বল হাতে ২৪২ উইকেট শিকার করেছেন সাকিব। ১৯ বার শিকার করেছেন ৫ উইকেট।
এর বাইরেও বেশ কিছু রেকর্ড আছে সাকিবের। একই টেস্ট ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে সাকিবের। যা তাকে করেছে অনন্য। সেই সাকিব মিরপুরে ক্যারিয়ারের সবশেষ টেস্ট খেলবেন। যেখানে আবার আলাদা রেকর্ড আছে তার। নির্দিষ্ট ভেন্যুতে রেকর্ড ২৫২ উইকেট তার।
