Logo
Logo
×

খেলা

আড়াইশ পেরিয়ে থামল নিউজিল্যান্ড, টাইগারদেরও দারুণ শুরু

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:৪৩ এএম

আড়াইশ পেরিয়ে থামল নিউজিল্যান্ড, টাইগারদেরও দারুণ শুরু

বৃষ্টির আগে বাংলাদেশ পায় দারুণ শুরু— ভিডিও থেকে নেওয়া ছবি

সকাল থেকেই মেঘের ঘনঘটা। বৃষ্টি নামছি-নামব করেও দেড় ঘণ্টা খেলা চলল। ২ উইকেট হাতে রেখে নামা নিউজিল্যান্ড এ দল থামল ২৫৬ রানে। বাংলাদেশ এ দলও পেয়েছে দারুণ শুরু। এরপরই আলোর স্বল্পতার বাগড়া। এখন চলছে লাঞ্চ বিরতি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আপাতত বন্ধ আছে চারদিনের ম্যাচ। কিউইদের আড়াইশ পেরোনো রানের জবাবে টাইগাররা ৩০ রান তুলেছে ব্যর্থতা ছাড়াই। এনামুল হক বিজয় ব্যাট করছেন ২০ রানে, অপর ওপেনার জাকির হাসান ৯ রানে। এরআগে খালেদ দেখিয়েছেন পেস ঝলক।

আরও পড়ুন

লাক্কাতুরার চা বাগান ঘেরা মাঠে আগের দিন ৪ উইকেট তুলে সফরকারীদের আটকে রেখেছিলেন খালেদ। বৃহস্পতিবার সকালে নেন আরও দুই উইকেট। টাইগারদের হয়ে বাকি চার উইকেটের তিনটি নিয়েছেন আনামুল হক, একটি ইবাদতের। ফাইফার পাওয়া খালেদ ৫৯ রান খরচায় ফেরান কিউইদের ৬ ব্যাটার।

সিলেটে এখন বেরসিক বৃষ্টির বাগড়া। দারুণ শুরু করা বাংলাদেশ কতদূর যায়, সেটিই এখন দেখার।

খালেদ তোপের দিনে গতকাল নিজেদের টেনেছেন মিচেল হে। আজ দলকে টেনেছেন আড়াইশ রান অবধি। কিউইদের ইনিংসে সর্বোচ্চ ৮১ রানও করেছেন হে। টপ অর্ডারের ব্যর্থতার দিনে লোয়ার মিডলে মুন্সিয়ানা দেখিয়েছেন ডিন ফক্সক্রোফ্ট। গতকালই তিনি ফিরেছেন ৪৭ রান করে।

আজ চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ২২৬ থেকে দলকে ২৫৬ পর্যন্ত টেনেছেন মিচেল হে ও ক্রিস্টিয়ান ক্লার্ক। দুজনকেই ফিরিয়েছেন খালেদ। শেষদিকে ক্লার্ক করেন ২৮ রান। ক্লার্ক-হে জুটিতেই আড়াইশ পেরোয় নিউজিল্যান্ড।

সিলেটে এখন বেরসিক বৃষ্টির আসি-আসি ভাব। সেই বাগড়ায় খেলা বন্ধ আছে। মেঘ কেটে গিয়ে মাঠ খেলার উপযোগী হলে দারুণ শুরু করা বাংলাদেশ কতদূর যায়, সেটিই দেখার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বৃষ্টি বাংলাদেশ দল এনামুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম