ঘরের মাঠে হামজা-শমিতের অভিষেকের জার্সি প্রকাশ করল বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ০১:৫১ পিএম
বাংলাদেশের নতুন জার্সি গায়ে তপু বর্মণ, জামাল ভূঁইয়া ও তারিক কাজী/ছবি-স্ক্রিনশট
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। তবে শমিত সোমের অপেক্ষা শেষ হবে আগামী মাসে। ঢাকার মাঠে সে ম্যাচ আবার ঘরের মাটিতে হামজারও অভিষেক। বিশেষ সে ম্যাচের জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত রাতে কিট স্পনসর দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’ এর সৌজন্যে সে জার্সিটি প্রকাশ্যে আসে।
চুক্তির শুরুতে দৌড় প্রকাশ করেছিল বাংলাদেশের নতুন অ্যাওয়ে জার্সি। লাল রঙা সে জার্সি বেশ সাড়া ফেলেছিল। এবার জাতীয় দলের হোম জার্সিও প্রকাশ করল তারা। চিরচেনা লাল-সবুজ নয়, বাংলাদেশের এবারের জার্সিতে সাদার উপস্থিতিই সবচেয়ে বেশি।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে দৌড় জানায়, জাতীয় দলের নতুন হোম জার্সি উন্মোচন করা হয়েছে। সেইসঙ্গে জামাল ভূঁইয়া, টপু বর্মণ ও তারিক কাজীকে পরিয়ে একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমে। যেখানে বাংলাদেশি ফুটবলপ্রেমীরা জার্সিটি নিয়ে দিচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে দৌড় কর্তৃপক্ষ বলে, ‘অপেক্ষার অবসান। আমরা গর্বের সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম জার্সি উন্মোচন করছি। এটি শুধু কাপড় নয়, এটি একটি বার্তা। এটি আমাদের একসঙ্গে চলার প্রতীক। আমরা মাঠে খেলি, গ্যালারি থেকে দেখি বা ঘরে বসে উল্লাস করি, এই জার্সি আমাদের সবাইকে এক করে।’
তারা আরও বলে, ‘আপনি যে-ই হন, যেখানে-ই থাকেন না কেন, যখনই এই জার্সি পরবেন, তখন আপনি সেই স্বপ্নের অংশ হয়ে যাবেন। সামনে এগিয়ে চলার স্বপ্ন, লড়াই চালিয়ে যাওয়ার স্বপ্ন, এবং সফল হওয়ার স্বপ্ন।’
এবারের হোম জার্সিতে প্রধান রঙ সাদা। সামনের ও পেছনের অংশ সম্পূর্ণ সাদা। হাতার উপরের দিক সবুজ রঙে, আর ডিজাইনের শেষে রয়েছে লাল বর্ডার। ‘ভি’-আকৃতির কলার লাল-সবুজের সংমিশ্রণে তৈরি। হাতার নিচের প্রান্তে রয়েছে জাতীয় পতাকার ছোঁয়া।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক পোস্টে লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের দারুণ হোম জার্সির ডিজাইন ও নির্মাণের জন্য দৌড় ও ডিজাইনার তাসমিত আফিয়াত অর্ণিকে আন্তরিক ধন্যবাদ।’
এই জার্সিটি জনসাধারণের জন্যও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। ভক্তরা চাইলেই এই জার্সি কিনতে পারবেন। সেজন্যে তাদের যেতে হবে ‘রেসিং’ ওয়েবসাইট থেকে। সেখানে এর দাম হাঁকা হয়েছে ১৩৯৯ টাকা।

-6822bd24d295f.jpg)

