দুবাই থেকেই পাকিস্তান যাবেন লিটন দাস ব্রিগেড— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাড়তি একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। পাকিস্তান সফরে যাওয়ার আগে দীর্ঘবিরতি ও খরচ বাঁচাতে আরব আমিরাতকে বাড়তি একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার এমিরেটস ক্রিকেট বোর্ড সম্মতি দিয়ে নতুন সূচি প্রকাশ করে। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দুদল। আগের সূচি অনুযায়ী আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। যে কারণে মরুর দেশে আরেকটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
সূত্র জানিয়েছে, সব ঠিক থাকলে পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
এদিকে পাকিস্তান সফরে বাংলাদেশ দল যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। তাই দুবাই থেকে দেশে না ফিরে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেটারদের মতামত জানতে আরব আমিরাতে যান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
এরপর রোববার যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের মতামত নিয়ে পাকিস্তান সফরের বিষয়টি চূড়ান্ত হয়। তবে ক্রিকেটাররা দেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য আগে ফিরে আসতে চান। ৬ জুন কোনো ফ্লাইট নেই। তার আগেই বাংলাদেশ দল দেশে ফিরে আসবে।
এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, সীমান্তবর্তী শহরে বাংলাদেশের ম্যাচ না রাখার জন্য অনুরোধ করেছেন। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবেই এই অনুরোধ।
ভারত-পাকিস্তান সংঘাতের ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত ছিল এক সপ্তাহ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরে। সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই বাংলাদেশের সিরিজ যে পিছিয়ে যাচ্ছে, তা নিশ্চিত।
নতুন সূচিতে ২৭ মে থেকে সিরিজ শুরু করার প্রস্তাব দেয় পিসিবি। আরব আমিরাত সিরিজের পর তাই ফাঁকা সময় পেয়ে যায় বাংলাদেশ। ফাঁকা সময় কাজে লাগানোর পরিকল্পনায় ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেন নাজমুল আবেদীন।
একটি সূত্র জানায়, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে পিসিবিকে তিন ম্যাচ খেলার প্রস্তুাব দিয়েছে বিসিবি। দুই দেশের ক্রিকেট বোর্ড চায় ঈদুল আজহার আগে সিরিজ শেষ করতে।
সূত্র জানিয়েছে, সব ঠিক থাকলে পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
