Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন মোহামেডানের সংবর্ধনা ১ জুন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৯:৪৯ এএম

চ্যাম্পিয়ন মোহামেডানের সংবর্ধনা ১ জুন

মোহামেডানের সংবর্ধনা অনুষ্ঠান ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজনের কথা ভাবছেন ক্লাব কর্তারা— সংগৃহীত ছবি

পেশাদার ফুটবল লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। ২৩ বছর পর লিগ শিরোপা জয় উদযাপন করবে সাদা-কালো শিবিরে। ফুটবলারদের সংবর্ধনা দেবে ক্লাব। ১ জুন সংবর্ধনা অনুষ্ঠান ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজনের কথা ভাবছেন ক্লাব কর্তারা। 

বিষয়টি নিশ্চিত করেছেন সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও মোহামেডানের স্থায়ী সদস্য ফজলুর রহমান বাবুল। তিনি বলেন, ‘আমরা ছেলেদের সংবর্ধনা দিতে চাই। বৃষ্টির দিন। ক্লাব টেন্টে অনুষ্ঠান করলে বৃষ্টিতে সব মাটি হয়ে যাবে। তাই আমরা ভাবছি হ্যান্ডবল স্টেডিয়ামে করব। ৩১ মে পুরুষ জাতীয় হ্যান্ডবলের ফাইনাল। পরদিন সংবর্ধনা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। তিনি থাকবেন।’

আরও পড়ুন

পেশাদার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় বাফুফে সভাপতিকে মিষ্টিমুখ করিয়েছে মোহামেডান। ফজলুর রহমান বলেন, ‘শুক্রবার কুমিল্লায় মোহামেডানের ম্যাচ। ওই দিন তাবিথ আউয়াল যশোরে যাবেন। সহসভাপতি ইমরুল হাসান কুমিল্লায় ট্রফি দিতে চেয়েছেন। আমরা বলেছি, ট্রফি গ্রহণ অনুষ্ঠানে আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত থাকতে চান। তবে বাফুফে সভাপতি না থাকলে তিনি থাকবেন না। মোহামেডানের পরবর্তী ম্যাচ গাজীপুরে। সেখানে পরিবেশ অনুকূল নয়। তাই বাফুফে সভা করে ঠিক করবে কবে নাগাদ ট্রফি দেওয়া যায়।’

চ্যাম্পিয়ন মোহামেডানের খেলোয়াড়দের পারিশ্রমিক এখনো বকেয়া রয়েছে। এ নিয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান অন্য কর্মকর্তাদের সঙ্গে সভা করে ঈদের আগে সবার বকেয়া চুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।

চ্যাম্পিয়ন মোহামেডানের খেলোয়াড়দের পারিশ্রমিক এখনো বকেয়া রয়েছে। এ নিয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান অন্য কর্মকর্তাদের সঙ্গে সভা করে ঈদের আগে সবার বকেয়া চুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।

এ সময়ে বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া হাসানুজ্জামান বাবলু, কাজী জসিমউদদীন জোসি, রিয়াজ উদদীন আহমেদ, বাফুফে সদস্য ও মোহামেডান ফুটবল দলের টিম লিডার মঞ্জুরুল করিম, বাফুফে সদস্য শাখাওয়াত হোসেন মিলন উপস্থিত ছিলেন।

মোহামেডান বাফুফে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম