Logo
Logo
×

খেলা

বোর্ডকে দিয়েছে চিঠি

আইপিএলের নতুন নিয়মে কেন অখুশি শাহরুখের কলকাতা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০১ পিএম

আইপিএলের নতুন নিয়মে কেন অখুশি শাহরুখের কলকাতা

আইপিএলের নতুন নিয়মে এখন থেকে দুই ঘণ্টা করে বেশি থাকবে প্রতিটি ম্যাচে— সংগৃহীত ছবি

একবার বন্ধ হয়ে শুরু হওয়া আইপিএল এখন শেষের পথে। লিগ পর্বের বেশ কয়েকটি ম্যাচ বাকি, তবে শেষ চারের তিন দল আপাতত পাঁকা। একটির জন্য লড়ছে দুই দল। বাকিরা নিয়েছে বিদায়। এমন অবস্থায় নিয়মে এসেছে বদল। এমন একটি নিয়ম যা থাকলে কলকাতা নাইট রাইডার্স হয়ত আসর থেকে ছিটকে যেত না।

নিয়মটি মূলত বৃষ্টিকে কেন্দ্র করে। গ্রুপ পর্বের শেষদিকে হায়দ্রাবাদ ও কলকাতার ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে অন্য ভেন্যুতে। ব্রডকাস্ট ও খেলোয়াড়দের দাবি ছিল বৃষ্টির কারণে এই অঞ্চলে খেলা পণ্ড হতে পারে। ম্যাচ পণ্ড হলে হিসেব নিকেশেও ঝামেলা হতে পারে। আইপিএল কর্তৃপক্ষ বিষয়টি মেনে নতুন নিয়ম এনেছে।

এখন থেকে আইপিএলের বাকি ম্যাচগুলোতে এক্সট্রা ২ ঘণ্টা সময় থাকবে। সাধারণত কোয়ালিফায়ার ম্যাচগুলোতে বাড়তি সময় রাখত আইপিএল। এবার বৃষ্টির কথা মাথায় রেখে সেটি গ্রুপ পর্বের বাকি ম্যাচেও রাখবে। অর্থাৎ ম্যাচের ফল বের করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কমপক্ষে দুদল যেন ৫ ওভার করে হলেও ম্যাচ খেলতে পারে সেটি নিশ্চিত করতে চায় আইপিএল।

ঠিক এই নিয়মটির কারণেই নাখোশ শাহরুখ খানের দল। কদিন আগে কেকেআর ও আরসিবির ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। ওই ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি না হলে কেকেআরের শেষ চারে ওঠার সম্ভাবনা বেঁচে থাকত। কলকাতার দাবি, নতুন নিয়মটি যদি আরও আগে করা হতো তবে তারাও সুবিধা পেত। এখন এমন সময়ে এই নিয়ম তাদের কোনো কাজে লাগেনি। বিষয়টি নিয়ে অসন্তোষের কথা বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে কলকাতা।

আইপিএল বৃষ্টি কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম