Logo
Logo
×

খেলা

জিমন্যাস্টিক্সে আরেক প্রবাসী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:২১ এএম

জিমন্যাস্টিক্সে আরেক প্রবাসী

ছবি: সংগৃহীত

প্রবাসীদের জোয়ার এখন বাংলাদেশের ফুটবলে। জিমন্যাস্টিক্সেও সেই ধারা প্রবর্তনের আশা করছেন ফেডারেশনকর্তারা। যদিও ২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইক সিজারের অভিষেক হয়েছে লাল-সবুজের হয়ে। এবার বাংলাদেশের হয়ে খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক জিমন্যাস্ট আশিকুল ইসলাম। 

আজ সিঙ্গাপুরে যাচ্ছে সিনিয়র পুরুষ জিমন্যাস্টিক্স দল। আশিকুল যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সিঙ্গাপুরে যাবেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। 

আজই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ১ জুন পর্যন্ত সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ জিমন্যাস্টিক্স দলে আশিকুলকে সঙ্গ দেবেন রাজীব চাকমা, উহাইমং মারমা ও রাফিল আহমেদ।

এছাড়া ২-৯ জুন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে সিনিয়র ও জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ।

সিঙ্গাপুরে খেলা সিনিয়র তিনজন দক্ষিণ কোরিয়ায় চলে যাবেন। আর জুনিয়র দলে থাকা প্রেনথৈ ম্রো, মেনটন টনি ম্রো ও উটিংওয়াং মারমা ঢাকা থেকে সরাসরি দক্ষিণ কোরিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

জিমন্যাস্টিক ফুটবল প্রবাসী খেলোয়াড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম