Logo
Logo
×

খেলা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কখন, কোথায়, কীভাবে দেখবেন?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:১৩ পিএম

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কখন, কোথায়, কীভাবে দেখবেন?

অপেক্ষার শেষ হলো। ১০ জুনের এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন বাংলাদেশি ফুটবলপ্রেমীরা। আজ সেই গুরুত্বপূর্ণ ম্যাচ।

আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এটি বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ। 

এই গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলই একটি করে ম্যাচ খেলে একটি করে পয়েন্ট পেয়েছে। কারও গোলও হয়নি। সবার গোল ব্যবধান এখনো শূন্য।

ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই জাতীয় স্টেডিয়ামে। গত ৪ জুন এই মাঠেই ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ হয়েছে। ৪ বছরেরও বেশি সময় পর এই মাঠে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ ছিল সেটি। প্রীতি ম্যাচ হলেও সে ম্যাচে দর্শক ছিল কানায় কানায় ভরা।

আজকের ম্যাচ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। অনলাইনে টিকিট ছাড়ার পর মুহূর্তেই বিক্রি শেষ। সাইবার সমস্যার কারণে টিকিট কিনতে পারেননি অনেকে।

যারা মাঠে যেতে পারছেন না, তাদের জন্যও ব্যবস্থা আছে। যেন স্টেডিয়ামের পরিবেশ মাঠে না এসেও উপভোগ করা যায় সে ব্যবস্থা করা হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহরে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে আজকের ম্যাচ দেখানোর জন্য।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের জেলা স্টেডিয়াম (সাবেক এমএ আজিজ স্টেডিয়াম), সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড়, রাজশাহীর নানকিং বাজার, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহ জেলা পরিষদ ও রংপুর জেলা পরিষদে এই জায়ান্ট স্ক্রিনগুলো বসানো হয়েছে।

মাঠে ২৩ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকবেন আজ। কিন্তু আরও লাখ লাখ মানুষ আছেন, যারা টিকিট না পেলেও ম্যাচটি দেখতে চান। তাদের কথা ভেবেই নেওয়া হয়েছে এই আয়োজন।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ম্যাচ শুরুর এক ঘণ্টা আগেই শুরু হবে সম্প্রচার। জানানো হবে দুই দলের সবশেষ অবস্থা, বিশ্লেষণ করা হবে শুরুর একাদশসহ আরও অনেক বিষয় নিয়ে।

যদি কেউ টিভির সামনে থাকতে না পারেন, তাহলেও ব্যবস্থা থাকছেই। সাবস্ক্রিপশনের মাধ্যমে টি-স্পোর্টসের অ্যাপে খেলা দেখার ব্যবস্থা আছে। তাও সম্ভব না হলে ফটমব, সোফাস্কোরের মতো অ্যাপে সবশেষ স্কোর দেখা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম