Logo
Logo
×

খেলা

টস জিতে ফিল্ডিংয়ে প্রোটিয়ারা

যাদের নিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:২৫ পিএম

যাদের নিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাভুমা— সংগৃহীত ছবি

পাঁচ দিনের থেমেছে দুই বছরের লড়াই। শিরোপার সামনে দুই দল। ইংল্যান্ডের লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। সাদা পোশাকের লড়াইয়ে যারা জিতবে তাদের হাতেই উঠবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা।

ট্রফি সামনে রেখে লড়াইয়ে টস জিতেছে টেম্বা বাভুমা। প্রোটিয়া অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাভুমার মতে, কন্ডিশনের বিচারে পরে ব্যাট করাই ভালো হবে। অজি অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য মাঠের লড়াইয়ে এতটুকু ছাড় না দেওয়ার কথা বলেছেন।

ফাইনাল ড্র বা টাই হলে দু’দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

টেস্টের শ্রেষ্ঠত্বের দণ্ড কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে বেশ কয়েক দিন। তবে দুই ফাইনালিস্টের লড়াই যে রোমাঞ্চ চড়াবে তা অনেকটা অনুমেয়। এবারই প্রথম দক্ষিণ আফ্রিকা এই আসরের ফাইনালে উঠেছে। অস্ট্রেলিয়া বিশ্ব টেস্টে চ্যাম্পিয়ন হয়েছে একবার।

আরও পড়ুন

বাভুমার সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে এই চক্রের সর্বোচ্চ রান সংগ্রাহক রায়ান রিকেলটনকে। ব্যাটিং অর্ডারে এইডেন মার্করাম, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহামের সঙ্গে আছে উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরাইনে। ব্যাটিং অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে তিন নম্বরে নামতে দেখা যেতে পারে। বোলিং লাইনআপে তিনজন অভিজ্ঞ পেসারে জেনসেন, রাবাদা এনগিদির সঙ্গে আছেন অর্থোডক্স স্পিনার মহারাজ।

শক্তির বিবেচনায় প্যাট ক্যামিন্সের দল বেশ অভিজ্ঞ। উসমান খাজার সাথে প্রথমবার ওপেনিংয়ে নামতে যাচ্ছেন মার্নাস লাবুশেন। ব্যাটিং অর্ডারে বাকি ব্যাটাররা হচ্ছে স্স্মিথ, হেড ও উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। ব্যটিং অলরাউন্ডার হিসেবে দলে আছে গ্রিন ও ওয়েবস্টার। বোলিং লাইনআপ সাজানো হয়েছে তিন অভিজ্ঞ পেসার ক্যামিন্স, স্টর্ক ও হ্যাজলউডের সাথে অফস্পিনার নাথায় লায়নকে নিয়ে।

  • অস্ট্রেলিয়া একাদশ
  • উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ব্যু ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

  • দক্ষিণ আফ্রিকা একাদশ
  • এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরাইনে (উইকেটরক্ষক), মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম