Logo
Logo
×

খেলা

বাউন্ডারি লাইনে ক্যাচের নিয়ম বদলাচ্ছে এমসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৩:০২ পিএম

বাউন্ডারি লাইনে ক্যাচের নিয়ম বদলাচ্ছে এমসিসি

বাউন্ডারি লাইনের ফিল্ডারদের এমনটা হরহামেশাই করতে দেখা যায়। শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে বল হাওয়ায় ভাসিয়ে দিয়ে তারা চলে যান বাউন্ডারির বাইরে। সেখান থেকে ভারসাম্য ঠিক করে এসে ভেতরে নেন ক্যাচটা। 

এমন সব বাউন্ডারি লাইন ক্যাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয়তা পায় বেশ করে। তবে সেসব এখন অতীত হতে চলেছে। আইসিসির নতুন নিয়মানুসারে সেসব হয়ে যাবে অবৈধ।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, বাউন্ডারির বাইরে গিয়ে ফিল্ডার বলকে একবারই স্পর্শ করতে পারবে। এরপর তাকে অবশ্যই মাঠের মধ্যে ফিরে এসে ক্যাচ সম্পূর্ণ করতে হবে।

২০২৩ সালের বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলার সময় নেসার একটি অসাধারণ ক্যাচ নেন সিডনি সিক্সার্সের জর্ডান সিল্ককে আউট করার জন্য। তিনি বল হাতে নিয়েই বাউন্ডারির বাইরে চলে যাচ্ছিলেন। মাঝপথে তিনি বলটি বাতাসে ছুঁড়ে দেন, বাইরে গিয়ে আবার লাফিয়ে বাতাসে বলটিকে পাম করে মাঠে ফেরান এবং শেষে আবার মাঠে ঢুকে ক্যাচটি সম্পূর্ণ করেন। সেই সময় সিল্ক আউট ঘোষণা হন। পরে অনেকেই এই ক্যাচ নিয়ে বিতর্ক তোলেন।

নেসার বলেছিলেন, এই ক্যাচের জন্য তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তার দলের আরেক খেলোয়াড় ম্যাট রেনশর থেকে। ২০২০ সালের বিগ ব্যাশে রেনশর হোবার্ট হ্যারিকেন্সের ম্যাথিউ ওয়েডের একটি শক্তিশালী শট বাঁচাতে গিয়ে প্রথমে বল ধরেন বাউন্ডারির ভিতরে, পরে বলটিকে বাতাসে ছুঁড়ে বাইরে যান এবং ফের লাফ দিয়ে বল মাঠে ফেরান। এরপর টম ব্যানটন ক্যাচটি সম্পূর্ণ করেন।

এই ধরনের ক্যাচগুলো নিয়ে তখন থেকেই বিতর্ক চলছিল। অনেকে বলেছিলেন, এটি আইন মোতাবেক হলেও দর্শকদের কাছে এটি ‘অন্যায্য’ মনে হয়। আইসিসি ও এমসিসি মিলে সেই আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, ‘একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে গিয়ে একবারই বল স্পর্শ করতে পারবে। তারপর যদি সে আবার মাঠে ফিরে আসে এবং মাঠের ভেতরে থেকে ক্যাচ সম্পূর্ণ করে, তবেই সেটি বৈধ ধরা হবে।’

‘মাল্টিপল টাচ’ বা একাধিকবার বাউন্ডারির বাইরে থেকে বল স্পর্শ করলে এখন থেকে সেটিকে বৈধ ধরা হবে না। এমসিসি জানায়, ‘নেসার ক্যাচটি আইন মেনে নেওয়া গেলেও, সেটা অনেকের কাছে মনে হয়েছে, তিনি শব্দের অর্থেই “অতিরিক্ত দূরে” চলে গিয়েছিলেন।’

মাঠে রিলে ক্যাচের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। বাউন্ডারির বাইরে থেকে বল পুশ করে দিলেও, যদি সেই ফিল্ডার বাইরে গিয়ে মাটিতে পড়ে বা পরে আবার বাইরে যায়, তাহলে সেটি বাউন্ডারি হিসেবে গণ্য হবে।

নতুন এই নিয়মটি কার্যকর হবে আইসিসির নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্র শুরুর সঙ্গে সঙ্গেই—যা ১৭ জুন গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট দিয়ে শুরু হচ্ছে। আর এমসিসির আইনের মধ্যে এই পরিবর্তন ঢুকবে অক্টোবর ২০২৬ সাল থেকে।

এমসিসি আরও জানায়, ‘আমাদের সমাধান হলো, যেই ফিল্ডার একবার বাউন্ডারির বাইরে গেছে, সে সর্বোচ্চ একবার বল স্পর্শ করতে পারবে বাতাসে। এরপর তাকে বল ধরতে হলে মাঠের মধ্যে পুরোপুরি ফিরে আসতে হবে। এরপর মাঠের বাইরে আর কোনও ছোঁয়া মানে হবে—সেটি বাউন্ডারি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম