দ্বিতীয় ইনিংসেও মান রাখতে পারেননি এনামুল— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রথম ইনিংসের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। গল টেস্টের চতুর্থ দিনে এনামুল হক বিজয়ের কাঁধে দায়িত্বটাও ছিল বড়। তবে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। শূন্যরানের পর এবার ৪ রান করে ফিরেছেন টাইগার ওপেনার।
শ্রীলংকার বিপক্ষে ১০ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশও তাতে পড়েছে চাপে। চা বিরতির পর এখন পর্যন্ত টাইগাররা ১ উইকেট হারিয়ে ব্যাট করছে ৪৩ রানে। সাদমান ইসলাম দলকে টানছেন ৩০ রান করে এবং ৮ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৫৩ রানের লিড নিয়ে আছে বাংলাদেশ।
আরও পড়ুন
- মেসির গোপন করা তথ্য জানালেন মিয়ামি কোচ
- ঠিক কি কারণে অনুশীলনে আসেননি এমবাপ্পে?
- মেসির ফ্রি কিকে পর্তুগালের দলকে হারিয়ে ইতিহাস মিয়ামির
দেড় দিনের ব্যাটিং দাপট শেষে আজ দুপুরে অলআউট হয় লঙ্কানরা। টার্গেট দিতে নেমে ভালো শুরুও করে বাংলাদেশ। তবে ৮ ওভারেই মাথায় প্রবাদ জয়সুরিয়ার বলে ফেরেন। বিজয়কে বোকা বানিয়ে কুশল মেন্ডিসের ক্যাচ বানান প্রবাদ। এখন পর্যন্ত লঙ্কানদের ওই একটাই সাফল্য।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় তিন বছর পর টেস্টে ফিরেছিলেন বিজয়। তবে বাদ পড়তে পারতেন এরপরই। এই টেস্টে অনেকটা চমক হিসেবেই এসেছিল তার নাম। তবে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি। টেস্টে ফল আনতে বাংলাদেশকে অবশ্য অনেকটা লড়তে হবে। হার এড়িয়ে ড্র করতে চাইলেও বাকি দিনে খুব বেশি ভুল করলে আরও বিপদ বাড়বে টাইগারদের।
