Logo
Logo
×

খেলা

আফ্রিদিদের খেলা শেষ হতেই উপস্থাপিকাকে টুর্নামেন্ট মালিকের প্রেমের প্রস্তাব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম

আফ্রিদিদের খেলা শেষ হতেই উপস্থাপিকাকে টুর্নামেন্ট মালিকের প্রেমের প্রস্তাব

ভিডিও থেকে নেওয়া

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) নামের সাবেকদের টুর্নামেন্ট নিয়ে কম নাটক হয়নি। বিশেষ করে পাকিস্তানের সাবেকদের বিপক্ষে ভারতীয় সাবেকদের খেলতে অস্বীকৃতি জানানোর মতো ঘটনায় আলোচিত হয় এই টুর্নামেন্ট।

এরপর ফাইনালে হারের পর পক্ষপাতের অভিযোগ তুলে ভবিষ্যতে এই টুর্নামেন্টে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রীতিমত বিবৃতি দিয়ে এই টুর্নামেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায়।

তবে এসবের মধ্যে গেল শনিবার বিচিত্র এক ঘটনার কারণে সামাজিক মাধ্যমে আলোচনার খোরাক হয়েছে। টুর্নামেন্টের কর্ণধার হার্ষিত তোমার সরাসরি সম্প্রচারের সময় দর্শকদের চমকে দিয়ে উপস্থাপিকা কারিশমা কোটাককে প্রেমের প্রস্তাব দেন।

সমাপ্তি অনুষ্ঠানের সময় কোটাক মাঠে হার্ষিতের সাক্ষাৎকার নিচ্ছিলেন। যেখানে তিনি লিগটি সফলভাবে সম্পন্ন হওয়া নিয়ে তার মতামত জানতে চান। উত্তরে হার্ষিত বলেন, ‘এখন যেহেতু এটা শেষ, আমি বোধহয় তোমাকে প্রপোজ করতে যাচ্ছি।’

এটি বলেই ফ্রেম থেকে সরে যান হার্ষিত। ঘটনার আকস্মিকতায় উপস্থাপিকার মুখে দিয়ে শুধু ‘ও মাই গড’ অভিব্যক্তিই বেরিয়ে আসে।

এই মুহূর্তটির ক্লিপ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে নানা মন্তব্য করছেন। অনেকেই এটিকে ‘কিংবদন্তিদের সিরিজের রোম্যান্টিক সমাপ্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সূত্র: সামা টিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম