চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯
‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগানে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে বাৎসরিক ‘নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯’। সোমবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাগো নিউজ কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শাবাব মুস্তাফা, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান ও উইকিপিডিয়া বিষয়ক সাময়িকী উইকিবার্তার সম্পাদক মঈনুল ইসলাম এবং জাগো নিউজের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান ও ওয়েব ইনচার্জ হাসিবুল হাসান আশিক।
অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, ভাষাভাষীর সংখ্যানুসারে বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটি হলেও আমাদের মাতৃভাষার একমাত্র মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ রয়েছে মাত্র ৬৯ হাজার। উইকিপিডিয়ার মাধ্যমে ইন্টারনেটে বাংলা ভাষায় তথ্য সমৃদ্ধ করা ও বাংলায় অলিখিত গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো অন্তর্ভুক্ত করাই এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য।
নিবন্ধ প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতা করায় উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তিনি জাগোনিউজ২৪.কমকে ধন্যবাদ জানান।
জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, বাংলা উইকিপিডিয়ার সঙ্গে এমন আয়োজনে থাকতে পেরে আমরা আনন্দিত। আশাকরি এর মাধ্যমে বাংলা উইকিপিডিয়া আরও তথ্য সমৃদ্ধ হবে। যা গণমাধ্যমকর্মী এবং বাংলা ভাষাভাষীদের অন্যতম তথ্য উৎস হিসেবে কাজে লাগবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সকল শুভকাজে জাগো নিউজ সবসময় পাশে থাকবে।
এ প্রতিযোগিতায় যে কেউ নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধ তৈরি করে অংশ নিতে পারবেন। নিবন্ধ তৈরির জন্য প্রথমে বাংলা উইকিপিডিয়াতে একটি একাউন্ট তৈরি করে লগ-ইন করতে হবে। এরপর ইউজারনেইম প্রতিযোগিতা পাতার ‘অংশগ্রহণকারী’ অনুচ্ছেদে যুক্ত করে তালিকা থেকে যে কোন নিবন্ধ বেছে নিয়ে যত খুশি অনুবাদ করা যাবে। নিবন্ধ তৈরির জন্য রয়েছে সার্টিফিকেট, টি-শার্ট, পেনড্রাইভ, হার্ডড্রাইভসহ বিভিন্ন পুরস্কার।
উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহীরা প্রতিযোগিতার বিস্তারিত জানতে পারবেন https://bn.wikipedia.org/s/c9dc এই ঠিকানায়।
উল্লেখ্য, উইকিমিডিয়া বাংলাদেশ ২০১৫ সাল থেকে প্রতি বছর প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। এই প্রতিযোগিতায় বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যার চেয়ে মান বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।
চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯
আইটি ডেস্ক
০৪ জুলাই ২০১৯, ১৭:১৩:১৯ | অনলাইন সংস্করণ
‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগানে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে বাৎসরিক ‘নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯’। সোমবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাগো নিউজ কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শাবাব মুস্তাফা, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান ও উইকিপিডিয়া বিষয়ক সাময়িকী উইকিবার্তার সম্পাদক মঈনুল ইসলাম এবং জাগো নিউজের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান ও ওয়েব ইনচার্জ হাসিবুল হাসান আশিক।
অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, ভাষাভাষীর সংখ্যানুসারে বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটি হলেও আমাদের মাতৃভাষার একমাত্র মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ রয়েছে মাত্র ৬৯ হাজার। উইকিপিডিয়ার মাধ্যমে ইন্টারনেটে বাংলা ভাষায় তথ্য সমৃদ্ধ করা ও বাংলায় অলিখিত গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো অন্তর্ভুক্ত করাই এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য।
নিবন্ধ প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতা করায় উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তিনি জাগোনিউজ২৪.কমকে ধন্যবাদ জানান।
জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, বাংলা উইকিপিডিয়ার সঙ্গে এমন আয়োজনে থাকতে পেরে আমরা আনন্দিত। আশাকরি এর মাধ্যমে বাংলা উইকিপিডিয়া আরও তথ্য সমৃদ্ধ হবে। যা গণমাধ্যমকর্মী এবং বাংলা ভাষাভাষীদের অন্যতম তথ্য উৎস হিসেবে কাজে লাগবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সকল শুভকাজে জাগো নিউজ সবসময় পাশে থাকবে।
এ প্রতিযোগিতায় যে কেউ নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধ তৈরি করে অংশ নিতে পারবেন। নিবন্ধ তৈরির জন্য প্রথমে বাংলা উইকিপিডিয়াতে একটি একাউন্ট তৈরি করে লগ-ইন করতে হবে। এরপর ইউজারনেইম প্রতিযোগিতা পাতার ‘অংশগ্রহণকারী’ অনুচ্ছেদে যুক্ত করে তালিকা থেকে যে কোন নিবন্ধ বেছে নিয়ে যত খুশি অনুবাদ করা যাবে। নিবন্ধ তৈরির জন্য রয়েছে সার্টিফিকেট, টি-শার্ট, পেনড্রাইভ, হার্ডড্রাইভসহ বিভিন্ন পুরস্কার।
উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহীরা প্রতিযোগিতার বিস্তারিত জানতে পারবেন https://bn.wikipedia.org/s/c9dc এই ঠিকানায়।
উল্লেখ্য, উইকিমিডিয়া বাংলাদেশ ২০১৫ সাল থেকে প্রতি বছর প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। এই প্রতিযোগিতায় বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যার চেয়ে মান বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023