Logo
Logo
×

আইটি বিশ্ব

যাত্রা শুরু করলো স্ল্যাইডস বিডি ডটকম

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ০৩:০২ পিএম

যাত্রা শুরু করলো স্ল্যাইডস বিডি ডটকম

বাংলাদেশে উন্নত মানের স্ল্যাইডস, স্নিকার্স, সোয়েটপ্যান্টসের পাশাপাশি অন্যান্য ক্যাজুয়াল পোশাক নিয়ে যাত্রা শুরু করলো ই-কমার্স প্রতিষ্ঠান স্ল্যাইডস বিডি ডটকম (https://www.slidesbd.com/)। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ল্যাইডস বিডি ডটকমে কোয়ালিটি প্রোডাক্ট নিশ্চিত করতে এ ধরনের সকল প্রোডাক্ট সরাসরি আসবে চায়না ও ভিয়েতনামের নাম করা উৎপাদক কোম্পানিগুলো থেকে।

এ ব্যাপারে স্ল্যাইডস বিডি ডটকমের প্রতিষ্ঠাতা নাদিম সালেহীন বলেন, এই ওয়েবসাইট হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী। সাধারণত আমরা স্নিকার পায়ে বেশি অভ্যস্ত। 

কারণ নকল স্ল্যাইডস দিয়ে বাজার সয়লাব আর মান সম্মত প্রোডাক্ট বাজারে নেই। স্ল্যাইডস বিডি থেকে আপনি পাবেন অথেনটিক স্ল্যাইডস যা আপনাকে দিবে আরও আরাম ও চলাচলের সুবিধা।

তিনি বলেন, কোয়ালিটি স্ল্যাইডস আপনার হাতের নাগালে রাখতে স্ল্যাইডস দিচ্ছে যেকোন মাধ্যমে পেমেন্টের সুবিধা। এমনকি ক্যাশ অন ডেলিভারিও পাওয়া যাবে। 

ওয়েবসাইট ছাড়াও ফেসবুক পেজের https://www.facebook.com/Slidesbd/ মাধ্যমে অর্ডার দেয়া যাবে। ইন্সট্যাগ্রামেও যোগাযোগ করতে পারেন: @slides_bd ঠিকানায়। 

স্ল্যাইডস বিডি ডটকম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম