ফেদেরারের আরেকটি রেকর্ড ভাঙলেন জোকোভিচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইউএস ওপেনে এগিয়ে চলেছেন তারকারা। রোববার রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা।
শেষ ষোলোয় জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন জার্মানির জান-লেনার্ড স্ট্রুফ। অবাছাই খেলোয়াড়ের বিপক্ষে সমস্যায় পড়েননি ২৪ টি গ্র্যান্ড স্লামের মালিক। ৬-৩, ৬-৩, ৬-২ গেমে জিতেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে উঠে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন জোকোভিচ।
টেনিসের ওপেন যুগে সবচেয়ে বয়সি (৩৮ বছর ১০২ দিন) খেলোয়াড় হিসাবে এক বছরের চারটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড গড়েছেন তিনি। পাশাপাশি ফেদেরারের রেকর্ড ভেঙেছেন জোকোভিচ। এক বছরে সবচেয়ে বেশিবার চারটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড এখন তার দখলে।
নয়বার এই কীর্তি গড়লেন তিনি। ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে চারটি গ্র্যান্ড স্লামের শেষ আটে উঠেছেন তিনি। ফেদেরার এই কীর্তি করেছেন আটবার।
