আরও পড়ুন
টেনিস বিশ্বের অন্যতম জনপ্রিয় একক ও দ্বৈত প্রতিযোগিতামূলক খেলা, যেখানে গতি, দক্ষতা ও মানসিক দৃঢ়তা একসাথে কাজ করে। উইম্বলডন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের মতো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টগুলো টেনিসপ্রেমীদের নজর কাড়ে প্রতি বছর। রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, ইগা শিয়োনতেক ও কার্লোস আলকারাজের মতো তারকাদের পারফরম্যান্স বিশ্বজুড়ে আলোচিত। টেনিস কোর্টে প্রতিটি শট, সার্ভ ও র্যালি গড়ে তোলে রুদ্ধশ্বাস মুহূর্ত।
