Logo
Logo
×

টিপস

শীতের সকালে কেন কুসুম কুসুম গরম পানি পান করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

শীতের সকালে কেন কুসুম কুসুম গরম পানি পান করবেন

শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে শরীরের তাপমাত্রা কমে হাইপোথার্মিয়াও হতে পারে। আবার তীব্র শীতের কারণে অনেকের হাতের আঙুল নীল হয়ে যায়। এ ধরনের সমস্যা দেখা দিলে কুসুম কুসুম গরম পানি পান করুন। এতে অনেকটা ভালো থাকতে পারবেন।

শীতকালে ভাইরাসের আক্রমণ বেশি হয়। এতে সংক্রমণের কারণে ঠান্ডা, কাশি, জ্বর ও গলাব্যথা ইত্যাদি হয়ে থাকে। এ ধরনের সমস্যায় শীতের সকালে কুসুম কুসুম গরম পানি পান করলে স্বস্তি পাবেন। মিলবে মুক্তি।

চলুন জেনে নেওয়া যাক, কুসুম গরম পানি পানের নানা উপকার

১. শীতকালে সাধারণত হজমশক্তি কমে যায়। সে জন্য কুসুম কুসুম গরম পানি পান করলে হজমপ্রক্রিয়া সহজ হয়। এ ছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। পেট ফাঁপা কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও সাহায্য করে কুসুম কুসুম গরম পানি।

২.  শীতে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে কুসুম কুসুম গরম পানি সাহায্য করে। তাই দিন শুরু করুন গরম পানি পানের মধ্য দিয়ে। 

৩. আপনার শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কুসুম কুসুম গরম পানি। এটি কিডনি ও লিভার সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, রক্ত পরিষ্কার ও রক্তসঞ্চালন বাড়াতেও ভূমিকা রাখে কুসুম কুসুম গরম পানি। 

৪. যারা ওজন কমাতে চান, তারা কুসুম কুসুম গরম পানি পান করতে পারেন। এতে মেটাবলিজম বাড়বে এবং ক্যালরি ব্যয় হবে। 

৫. শীতকালে দাঁতের সমস্যা বেড়ে যায়। ঠান্ডা পানির কারণে দাঁতে ব্যথা বাড়ে। কুসুম কুসুম গরম পানি দিয়ে কুলি করলে দাঁত ও মাড়ির সংক্রমণের ঝুঁকি কমে যায়।

৬. শীতে মাথাব্যথা, গলাব্যথা বাড়ে এবং নাক বন্ধ হয়ে যায়। এ ধরনের সমস্যায় কুসুম কুসুম গরম পানি পান করলে উপকার পাবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম