Logo
Logo
×

লাইফ স্টাইল

লেপ-কম্বল ময়লামুক্ত রাখতে যা করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

লেপ-কম্বল ময়লামুক্ত রাখতে যা করবেন

শীত মৌসুমে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে প্রতিটি ঘরে ঘরে লেপ ও কম্বল ব্যবহার করা হয়। ভারি কম্বল এবং লেপ ধোয়া সহজ ব্যাপার নয়।

তাই লেপ-কম্বল নোংরা হওয়া থেকে রক্ষা করার জন্য একটি কভার পরিয়ে রাখতে পারেন। এতে সহজে ময়লা হবে না। 

তবে কিছু দিন লেপ বা কম্বল ব্যবহার করার পরে কভারটি নোংরা হয়ে যায়। তখন কভারটি সহজেই ধুয়ে ফেলা যায়। 

তবে কভার পরানো ছাড়াও লেপ কম্বল বিভিন্ন উপায়ে পরিষ্কার করা সম্ভব। 

ধুলো ঝেড়ে নিন

লেপ-কম্বল ব্যবহার করার পর খোলা একটি জায়গায় নিয়ে ভালোভাবে ঝেড়ে নিলে ভেতরের বালু ময়লা দূর হয়ে যাবে।

ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার

ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে লেপ কম্বল ক্লিনিং করলে ময়লা ও ধুলোবালি সহজেই বের হয়ে পরিষ্কার পরিছন্ন হয়ে যাবে।

বেকিং সোডা দিয়ে দুর্গন্ধ দূর 

অনেক সময় পুরোনো লেপ কম্বল থেকে গন্ধ আসে, সেক্ষেত্রে লেপ কম্বলের ওপরে বেকিং সোডা ছড়িয়ে দিয়ে তারপর কিছু সময় রেখে দিন। ৩০ মিনিট পর একটি ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে পরিষ্কার করুন। এতে দুর্গন্ধ দূর হয়ে যাবে।

রোদে শুকিয়ে নিন

লেপ-কম্বল পরিষ্কার করার পর রোদে শুকিয়ে নিন। এতে জীবাণু ও ছত্রাক ধ্বংস হয়ে যাবে। 

স্পট ক্লিনিং

যদি কোনো স্থানে দাগ লেগে যায় তাহলে সেটি স্পট ক্লিনিং করতে পারেন। পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সেই পানি দাগের ওপর আলতোভাবে ঘষে নিন। লেপ কম্বল পরিস্কার করা সম্ভব।

এ সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে বাড়িতে পুরোনো লেপ কম্বল পরিষ্কার করা সম্ভব। নিয়মিত যত্ন নিলে লেপ-কম্বল অনেক বছর ব্যবহার করা সম্ভব।  

লেপ কম্বল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম