পেছনের দিকে হাঁটার অভ্যাস করুন, কত উপকার শুনলে চমকে যাবেন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৫:৪৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সুস্থতার জন্য সব সময়ই হাঁটার কথা বলা হয়। প্রায় সবাই সোজা পথে সামনের দিকেই হাঁটেন সব সময়। তবে জানেন কী, ফিটনেস রুটিনে একই রুটিনের বাইরে কিছু করলে তার প্রভাব কিন্তু অনেক দ্রুত পড়ে?
যেমন মানসিক ও শারীরিক ফিটনেসের জন্য পেছনের দিকে হাঁটার কথা বলছেন বিশেষজ্ঞরা। পেছনের দিকে হাঁটার উপকারিতা:
পেছন ফিরে হাঁটলে পা শক্ত হয়: বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, পেছনের দিকে হাঁটতে পারলে আপনার পা শক্ত হয়ে যেতে পারে। আসলে পেছনে হাঁটলে কাফ মাসলসহ শরীরের বিভিন্ন মাসল শক্তিশালী হয়ে ওঠে। ফলে পায়ের ব্যথাও কমতে পারে।
পেছনে হাঁটলে ব্যালান্স ঠিক থাকে: এটাও একটা বিষয়। অনেক সময় দেখা যায়, মানুষের ব্যালান্সের কোনো ঠিক ঠিকানা নেই। বিশেষত, একটু বয়স বাড়লে শরীরের ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পেছনে হাঁটলে এ ভারসাম্য রাখার কাজটা অনেক সহজ হবে।
ব্যথা কমে পেছনে হাঁটলে: দেখা গেছে, সামনে হাঁটার মতোই পেছনে হাঁটার ক্ষেত্রে পায়ের ব্যথা কমে। বিশেষত, পেশির ব্যথা কমে এভাবে হাঁটার জন্য। এমনকী পা ফোলা কমতে পারে। তাই সতর্ক হয়ে যান।
মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে পেছনে হাঁটলে: আসলে মস্তিষ্ককে সচল রাখার কাজটা সহজ নয়। এবার দেখা গিয়েছে যে আপনি যদি মস্তিষ্ক সহজে সচল রাখতে চান, তবে পিছনে ফিরে হাঁটতে পারেন। বিশেষত, বেশি বয়সে এই ট্রিকস কাজে আসে।
প্রতিদিন সকালে বা বিকালে আধাঘণ্টা পেছন দিকে হাঁটার অভ্যাস গড়ে তুলুন। প্রথম প্রথম হাঁটতে একটু অসুবিধা হবে তারপর অভ্যাস হয়ে গেলে ধীরে ধীরে স্পিড বাড়াবেন। অবশ্যই নিরাপদ রাস্তায় হাঁটবেন, কোনো ব্যস্ত সড়কে কখনোই এটা করতে যাবেন না।
