শখের বশে রঙিন করা চুল এখন রুক্ষ হয়ে যাচ্ছে? যেভাবে করবেন সমাধান
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চুলে কালার করা বর্তমান সময় একটি বহুল প্রচলিত ফ্যাশন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ফ্যাশনটি বেশি দেখা যায়। আর চুল কালার করা মানেই চুলে নানা ধরনের কেমিক্যালের ব্যবহার। তাই সঠিক যত্ন না নিলে চুলের ক্ষতি হয়। কালারের আগে খেয়াল রাখুন যেন চুলের আর্দ্রতা ঠিক থাকে।
সাধারণত, রঙে থাকা রাসায়নিকের কম-বেশি প্রভাব পড়ে চুলে। তার ওপর বৈদ্যুতিক যন্ত্রের প্রয়োগে কেশসজ্জা করলে, চুল রুক্ষ হতে শুরু করে। কেশসজ্জা শিল্পী টুইঙ্কল দেওলের পরামর্শ, রং করার পর চুলে সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করা জরুরি। এই ধরনের শ্যাম্পু রং বিবর্ণ না করে চুলের ময়লা পরিষ্কার করে। গুরুত্বপূর্ণ হল সঠিক কন্ডিশনার বেছে নেওয়া। আর্দ্রতা ধরে রাখার জন্য এবং চুল নরম রাখতে সাহায্য করে কন্ডিশনার।
কেশসজ্জার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র থেকে উৎপন্ন তাপ যেমন চুলের ক্ষতি করে, তেমনই সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি থেকেও চুল বাঁচাতে বলছেন তিনি। পরামর্শ দিচ্ছেন টুপি পরার, ছাতা ব্যবহারের।
রূপচর্চা জগতের খ্যাতনামা বিশেষজ্ঞ আশিস চৌধুরী বলছেন, রং করা চুলের যত্নে শিয়া বাটার যুক্ত কন্ডিশনার ব্যবহার করতে। তিনি প্রাকৃতিক উপকরণে কেশচর্চার পরামর্শ দিচ্ছেন। রুক্ষ চুলের যত্নে পাকা কলার মাস্ক মাখতে বলছেন তিনি। কোঁকড়া চুলের পরিচর্যায় মাখতে হবে জামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল।
পাশাপাশি, কেশসজ্জা শিল্পীদের পরামর্শ চুলের আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পানি খাওয়ার। প্রোটিন, ভিটামিন সমৃদ্ধ খাবারও স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য জরুরি।
