রান্নাঘরে আরশোলার উপদ্রব বন্ধ করবে চিনি, জেনে নিন ব্যবহার
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রান্নাঘর আর বাথরুমে যেন আরশোলা রাজত্ব। যতই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, এরা আসবেই। বড় আরশোলা দু-একটা বেরোলে সহজেই মেরে দেওয়া যায়। কিন্তু ছোট ছোট আরশোলা উপদ্রব যেন কমে না। এদের ঠেকাতে রান্নাঘরে ক্ষতিকর রাসায়নিকও ব্যবহার করা যায় না। আবার বাথরুমেও সারাক্ষণ ফিনাইল দিয়ে রাখা যায় না। তাহলে কী করবেন? চলুন জেনে নেই এ সম্পর্কে।
চিনির সাহায্য নিন
একটি বাটিতে সমপরিমাণ চিনির গুঁড়া ও বোরিক পাউডার মিশিয়ে নিন। যে সব জায়গা দিয়ে আরশোলা বের হয়, ঘরের সেই সেই কোণে এই মিশ্রণ ছড়িয়ে দিন। চিনির টানে আরশোলা বের হবে এবং বোরিক অ্যাসিড তাদের মেরে দেবে। চিনির বদলে কফি, মধু কিংবা আটা-ময়দার সঙ্গে বোরিক পাউডার মিশিয়েও আরশোলা মারতে পারেন।
বেকিং সোডা
বোরিক পাউডারের বদলে চিনির গুঁড়োর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দিন। এই মিশ্রণও রান্নাঘর বা বাথরুমে ছড়িয়ে রাখতে পারেন। চিনির গন্ধে আরশোলা আকৃষ্ট হয়। বেকিং সোডা আরশোলাকে মারতে কার্যকর।
নিম তেল
ঘরের যে সব অংশ থেকে আরশোলা বের হয়, সেই সব জায়গায় নিম তেল স্প্রে করুন। একটি বোতলে পর্যাপ্ত পরিমাণ পানি নিন। তাতে নিম তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি রান্নাঘরের সিঙ্কে, বাথরুমে ড্রেনের মুখে, রান্নাঘরের তাকে, ডাস্টবিনে স্প্রে করুন। রাতে এই কাজটা করে ঘুমোতে যান। সকলে উঠে দেখবেন সমস্ত আরশোলা মরে পড়ে আছে।
তেজপাতা
রান্নাঘরে আরশোলার বাড়বাড়ন্ত কমাতে তেজপাতা ব্যবহার করুন। কয়েকটা তেজপাতা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। রান্নাঘরের আনাচে কানাচে, তাকে, ড্রয়ারে এই তেজপাতার গুঁড়ো ছড়িয়ে রেখে দিন। আরশোলা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই এই টোটকায় আরশোলার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।
