Logo
Logo
×

লাইফ স্টাইল

বর্ষায় বেড়াতে গেলে যেসব জিনিস সঙ্গে রাখা জরুরি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০২:৪৫ পিএম

বর্ষায় বেড়াতে গেলে যেসব জিনিস সঙ্গে রাখা জরুরি

ছবি: সংগৃহীত

বর্ষাকাল মানেই ঝিরিঝিরি বৃষ্টি, মেঘের গর্জন আর পিচ্ছিল রাস্তাঘাট। এই মৌসুমে বাড়িতে মন টেকে না কিছুতেই। অনেকেই নতুন অভিজ্ঞতার জন্য ছুটে যান অজানা ঠিকানায়। বৃষ্টি মাথায় নিয়ে ভ্রমণ মানেই আলাদা অ্যাডভেঞ্চার। তবে বর্ষায় বেড়াতে গেলে ব্যাগ গোছাতে হবে অনেক কিছু মাথায় রেখে। এই মৌসুমে বেড়াতে গেলে কী কী জিনিস সঙ্গে রাখতেই হবে? তা না হলে পড়তে হবে বিপাকে। চলুন জেনে নেই এ সম্পর্কে—

স্যানিটাইজার

বর্ষায় নানা ধরনের সংক্রমণ মাথাচাড়া দিয়ে ওঠে। তাই বাইরে বেরোলে হাতের কাছে সব সময় স্যানিটাইজারের বোতলটি রেখে দিন। কারণ বেড়াতে গিয়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতার ওপর নিজে দিতে হবে। তা ছাড়া বেড়াতে গেলে সব সময় হাত ধোয়ার সুযোগ থাকে না, তাই স্যানিটাইজার বোতলটি হাতের কাছে রাখতে হবে।

বাড়তি জামাকাপড়

বর্ষায় বেড়াতে গেলে জামা-কাপড়ের সংখ্যা একটু বাড়াতে হবে। দরকার হলে একটু বেশি সময় নিয়ে ব্যাগ গোছান। তা ছাড়া ভিজে কাপড় থেকে ত্বকে সংক্রমণ হতে পারে। তাই ভিজে পোশাকে বেশিক্ষণ থাকলে চলবে না। বৃষ্টিতে ভিজে গেলেও সঙ্গে সঙ্গে পোশাক বদলে নিন।

জুতা

বর্ষায় বেড়াতে যাওয়ার আগে জুতো কেনার সময়ে দেখে নিন জুতো যেন পানিরোধক হয়। ভেজা জুতা দীর্ঘ সময় পায়ে পরে থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তার ওপর জ্বর সর্দির আশঙ্কাও বাড়ে। সম্ভব হলে একটি অতিরিক্ত জুতা জোড়া অবশ্যই সঙ্গে রাখুন।

প্লাস্টিক জিপলক

ব্যাগে বেশ কয়েকটি প্লাস্টিকের পাউচ ভরে নিন। যখন-তখন বৃষ্টি শুরু হলে সমস্যায় পড়তে হবে। তখন পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, ওষুধ, টাকা-পয়সা সেই জিপলক ব্যাগে ভরে নিন। তাহলে বৃষ্টির পানির হাত থেকে সেগুলো সুরক্ষিত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম