Logo
Logo
×

লাইফ স্টাইল

পোশাক থেকে রক্তের দাগ কীভাবে উঠবে?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৯:৪২ এএম

পোশাক থেকে রক্তের দাগ কীভাবে উঠবে?

ফাইল ছবি

কুরবানি ঈদের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো, পরিধেয় পোশাকে রক্ত লেগে যাওয়া। কুরবানির পশু কাটাকাটি, মাংস ভাগ বাটোয়ারা, এক স্থান থেকে অন্যত্র সরিয়ে রাখার সময় অসাবধানতায় পছন্দের পোশাকে রক্ত লেগে যেতেই পারে। বেশিরভাগ ক্ষেত্রে পোশাকে রক্ত লাগলে তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেও, কিছু সময় খেয়াল করা হয় না। সেক্ষেত্রে পোশাকে রক্তের দাগ শুকিয়ে যায় এবং এ দাগ পোশাক থেকে ওঠানো বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এমনতর সমস্যায় পোশাক থেকে রক্তের বিদঘুটে দাগ ওঠানোর জন্য কিছু সহজ পদ্ধতি ও সহজলভ্য দ্রব্য ব্যবহারের শরণাপন্ন হতে হবে।

সুতি: সাদা বা হালকা রঙের সুতি কাপড়ে রক্তের দাগ লাগলে এক লিটার পানিতে আধা কাপ বেকিং সোডা এবং দুই টেবিল চামচ ডিশ ওয়াশিং লিকুইড একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এ মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টার মতো। তারপর সাধারণ নিয়মে কাপড় ধুয়ে ফেলুন।

ভিসকস: প্রথমে কাপড়ে দাগযুক্ত স্থানটি পানি ও ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। এরপর এক টুকরো লেবু নিয়ে দাগের জায়গায় ঘষে ১৫ মিনিট রেখে দিন। এবার একটি পাত্রে অর্ধেক লেবুর রস, দুই টেবিল চামচ লবণ ও আধা কাপ ঠান্ডা পানি মিশিয়ে সল্যুশন তৈরি করুন। সল্যুশনটিতে কাপড়ের দাগযুক্ত অংশ ভিজিয়ে ২০ মিনিট রেখে দিন। সবশেষে ডিটারজেন্ট দিয়ে স্বাভাবিক নিয়মে কাপড় ধুয়ে নিন।

সিল্ক: সিল্কের কাপড়ে রক্তের দাগ লাগলে এক কাপ পানিতে ১ টেবিল চামচ লবণ মেশান। এবার একটি স্পঞ্জ দিয়ে দাগযুক্ত জায়গা কয়েকবার লবণপানি দিয়ে ঘষে নিন। এবার পানি দিয়ে কাপড়টি সাধারণ নিয়মে ডিটারজেন্ট দিয়ে আলতো করে কেচে ধুয়ে নিতে হবে।

জর্জেট: ট্যালকম পাউডার ও পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে কাপড়ের দাগের ওপর লাগিয়ে নিন। এবার পেস্টটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কাপড়ে পাউডারের পেস্ট শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে আলতো করে ঘষে উঠিয়ে ফেলুন। তারপর তরল ডিটারজেন্ট দিয়ে সাধারণ নিয়মে কাপড় ধুয়ে নিলেই রক্তের দাগ চলে যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম