|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘক্ষণ ঘরের জানালা দরজা বন্ধ থাকলে ঘরে ভ্যাপসা গন্ধ হতে পারে। আবার বর্ষায় স্যাঁতসেঁতেও হয়ে পড়ে ঘর। রুম ফ্রেশনার দিয়েও তেমন কাজ হয় না এসব ক্ষেত্রে।
ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে হাতের কাছে থাকা উপাদান দিয়ে বানিয়ে ফেলতে
পারেন রুম ফ্রেশনার। আবার কাজে লাগাতে পারেন সহজ কিছু পদ্ধতিও।
১. বাজে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনেগার
ঢেলে রেখে দিন। ভিনেগার ঘরের গন্ধ শুষে নেবে।
২. তেজপাতা, দারুচিনি, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ও লেবুর টুকরো একসঙ্গে
একটি ছোট বাটিতে নিয়ে ঘরের কোনায় রেখে দিন। টানা ৪-৫ ঘণ্টা পর্যন্ত ঘরে মিষ্টি, ফুরফুরে
একটা গন্ধ ঘুরপাক খাবে।
৩. বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখুন।
ঘর থেকে গন্ধ দূর হবে।
৪. ছোট কার্ডবোর্ড বাক্সে কিছুটা বেকিং সোডা ও কয়েক ফোঁটা গন্ধ তেল দিয়ে
বন্ধ করে রাখুন। উপরে ছোট্ট ফুটো করে দেবেন। এটি বাথরুম বা ঘরের কোনায় রাখলে দুর্গন্ধ
চলে যায়। কয়েক দিন পর সামান্য তেল ঢেলে দেবেন।
৫. পানিতে লেবুর কোয়া, পুদিনা এবং লবঙ্গ ফুটিয়ে বানিয়ে নিন রুম ফ্রেশনার।
একটি স্প্রে করার বোতলে ভরে ছড়িয়ে দিন ঘরে। ঘরে থাকবে সুগন্ধ। পোকামাকড়ও থাকবে
দূরে।
৬. লেবুপাতা ও কমলার শুকনো খোসা গুঁড়া কয়েক পছন্দের সুগন্ধের যেকোনো
এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরের কোণায় রেখে দিন। সুগন্ধে ভরপুর থাকবে ঘর।
